অবতরণের আগের মুহূর্তের চাঁদের প্রথম ছবি পাঠাল ল্যান্ডার বিক্রম,

অবতরণের আগের মুহূর্তের চাঁদের প্রথম ছবি পাঠাল ল্যান্ডার বিক্রম,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অবতরণের আগের মুহূর্তের চাঁদের প্রথম ছবি পাঠাল ল্যান্ডার বিক্রম, চার বছর আগে ভেঙেছিল স্বপ্ন, অবশেষে ভারতের সেই স্বপ্ন পূরণ হল ২৩ অগস্ট। সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে অবতরণ করল ইসরোর চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। একইসঙ্গে ইতিহাসের পাতাতেও উঠল ভারতের নাম। চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম কোনও দেশের মহাকাশযান পৌঁছল। আর পৌঁছতেই কাজও শুরু করে দিল চন্দ্রযান-৩। চাঁদের আরও নতুন কিছু ছবি তুলে পাঠাল ইসরোর পাঠানো মহাকাশযান। কেমন সেই ছবিগুলি, চাঁদের কোন অংশেরই বা ছবি পাঠাল ল্যান্ডার (Lander), জেনে নিন।

 

 

 

 

 

চন্দ্রাভিযানের শেষ পর্যায় ছিল পাওয়ার ডিসেন্ট (Power Descent)। এই পর্যায়ে ল্যান্ডার চাঁদের কোন অংশে অবতরণ করা ঠিক হবে, তার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী অবতরণও করে। চন্দ্রযান নতুন যে ছবি তুলে পাঠিয়েছে, তা এই পাওয়া ডিসেন্ট প্রক্রিয়া চলাকালীন তোলা। সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের বুকে চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং সাইট। ছবিতে ল্যান্ডারের একটি অংশের পা ও তার ছায়াও ধরা পড়েছে।

 

 

 

 

 

বুধবার সন্ধেয় চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। এরপরে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর ল্যান্ডারের ভিতর থেকে র‌্যাম্প বেয়ে নেমে আসে রোভার প্রজ্ঞান। এবার বাকি কাজটুকু সারবে রোভারই।চাঁদের বুকে ঘুরে বেড়িয়ে তা মাটির নমুনা সংগ্রহ করবে। পাশাপাশি জলের অস্তিত্ব রয়েছে কি না, তাও খুঁজে বের করবে। চন্দ্রপৃষ্ঠে মোট ১৪ দিন থাকবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান, যা চাঁদের সময় অনুযায়ী মাত্র একদিন। এরপরে চাঁদের বুকে রাত নামলে কাজ করা বন্ধ করে দেবে রোভার প্রজ্ঞানও।

 

 

 

 

 

আরও পড়ুন –  প্রধানমন্ত্রীর উদ্যোগে খাদির তৈরি রাখি এবার বাজারে ,

 

 

 

 

 

 

উল্লেখ্য, এর আগেও চাঁদের বিভিন্ন পৃষ্ঠের একাধিক ছবি তুলে পাঠিয়েছিল ল্যান্ডার বিক্রম। শেষ পাঠানো ছবিতে ধরা পড়েছিল, চাদের দক্ষিণ মেরুর একটি অংশ, যা এতদিন সকলের চোখের আড়ালেই ছিল পৃথিবীর দিকে পিঠ করে থাকার কারণে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top