রাজ্যকে টাকা পাঠাল কেন্দ্র, এক সপ্তাহেই ১৬৪৭ কোটি টাকা! রাজ্যের জন্য আরও এক দফা টাকা পাঠানো হল দিল্লি থেকে। পঞ্চদশ অর্থ কমিশনের থেকে বৃহস্পতিবার আরও ৯৯৬ কোটি টাকা পাঠানো হয়েছে। দু’দিন আগেই, গত ২২ অগস্ট পঞ্চদশ অর্থ কমিশনের থেকে বাংলার জন্য ৬৫১ কোটি টাকা পাঠানো হয়েছিল। আর এদিন ফের মোটা অঙ্কের টাকা এল রাজ্যে। সব মিলিয়ে চলতি সপ্তাহে মোট প্রায় ১৬৪৭ কোটি টাকা কেন্দ্র থেকে পেল রাজ্য। মূলত গ্রামীণ উন্নয়নের জন্যই এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে। দু’দিন আগেই, গত ২২ অগস্ট পঞ্চদশ অর্থ কমিশনের থেকে বাংলার জন্য ৬৫১ কোটি টাকা পাঠানো হয়েছিল। আর এদিন ফের মোটা অঙ্কের টাকা এল রাজ্যে। সব মিলিয়ে চলতি সপ্তাহে মোট প্রায় ১৬৪৭ কোটি টাকা কেন্দ্র থেকে পেল রাজ্য।
প্রসঙ্গত, রাজ্যের তরফে বার বার অভিযোগ জানানো হয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখার। বিজেপির তরফেও পাল্টা যুক্তি দেওয়া হয়েছিল, রাজ্য ঠিক ঠাক হিসেব দিলেই টাকা দিয়ে দেওয়া হবে। এমন অভিযোগ, পাল্টা অভিযোগ বিগত দিনগুলিতে বার বার শোনা গিয়েছে। আর এসবের মধ্যেই গ্রাম বাংলার উন্নয়নের জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করল কেন্দ্র। চলতি সপ্তাহেই দুই দফায় মোট ১ হাজার ৬৪৭ কোটি টাকা পাঠানো হল কেন্দ্রের তরফে।
আরও পড়ুন – নারদ-কাণ্ড ‘কোরাপশন’ নয় ‘কন্সপিরেসি’, নারদ-কাণ্ড প্রসঙ্গে জবাব শুভেন্দুর
বিগত দিনগুলিতে বার বার কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখা নিয়ে সুর চড়িয়েছে রাজ্য সরকার। রাজনৈতিক মঞ্চ হোক বা সরকারি কোনও কর্মসূচির মঞ্চ, সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে। এবার গ্রামীণ বাংলার উন্নয়নের জন্য অর্থাৎ, পঞ্চায়েত স্তরে কাজের জন্য এই বরাদ্দকৃত অর্থ খরচ করতে হবে। উল্লেখ্য, কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, ধাপে ধাপে এই টাকা পাঠানো হবে। তবে কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের হাতে যে টাকা রয়েছে, তার ৬০ শতাংশ খরচ করলে, তারপর পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে।