ফের ট্রেন বাতিল হাওড়া শাখায় ,শিয়ালদহে রুট বদলাচ্ছে অনেক লোকালের, একইসঙ্গে শনিবার এবং রবিবার ডায়মন্ড হারবার শাখা এবং বনগাঁ শাখায় কিছু ট্রেনের গতিবিধি বদল হচ্ছে। ট্র্যাফিক ব্লক এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্যই বদলাচ্ছে ট্রেনের (Train) রুট, বাতিল হচ্ছে ট্রেন। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। এদিতে বেশ কয়েক মাস ধরেই প্রায় কয়েক সপ্তাহ অন্তর শনি ও রবিবার বহু ট্রেন বাতিল (Train Cancelled) হচ্ছে হাওড়া (Howrah) ও শিয়ালদহ শাখায়। চরমে উঠেছে যাত্রী ভোগান্তি। এবার ফের নতুন করে ট্রেন (Train) বাতিলের ঘোষণা করায় তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বেশ কয়েক মাস ধরেই প্রায় কয়েক সপ্তাহ অন্তর শনি ও রবিবার বহু ট্রেন বাতিল হচ্ছে হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdah) শাখায়। চরমে উঠেছে যাত্রী ভোগান্তি।
২৭ অগস্ট রবিবার বাতিল থাকছে যে সব ট্রেন ,
হাওড়া (Howrah) থেকে 36825, 36827
বর্ধমান থেকে 36842, 36844
ব্যান্ডেল থেকে 37536, 37538
নৈহাটি থেকে ৩৭৫৩৭ 37537
অন্যদিকে শনিবার শিয়ালদহ থেকে রুট বদলাচ্ছে 34860 শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালে। ডায়মন্ড হারবারের পরিবর্তে মগরাহাট পর্যন্ত যাবে ট্রেনটি (Train) । রবিবারও 34811 ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ডায়মন্ড হারবারের পরিবর্তে মগরাহাট পর্যন্ত যাবে। 33863 শিয়ালদহ – বনগাঁ লোকাল শনিবার বনগাঁর পরিবর্তে চাঁদপাড়া পর্যন্ত যাবে। রবিবার 33812 বনগাঁ-শিয়ালদহ লোকাল বনগাঁর পরিবর্তে চাঁদপাড়া পর্যন্ত যাবে।
আরও পড়ুন – BJP তে যোগ দিতে চেয়েছিলেন তৃণমূলের রাজন্যা হালদার? চাঞ্চল্যকর স্ক্রিনশট নিয়ে নিজেই…
যদিও শনি ও রবিবার ট্রেনে অফিস যাত্রীদের ভিড় অনেকটাই কম থাকে। যদিও শহর থেকে শহরতলির একটা বড় অংশের মানুষের কাছে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই লোকাল ট্রেন (Local Train) । সেখানে বারবার ট্রেন বাতিলের (Local Train Cancelled) জেরে যাত্রীদের ভোগান্তি যে বাড়ছে তা স্বীকার করে দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে।
( সব খবর, ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube)