চন্দ্রযান-৩ মিশনের সাফল্য উদযাপন করতেই মন্দিরে গিয়ে পুজো দিলেন ইসরো প্রধান। ISRO-র ‘চন্দ্রযান-৩’-র সফট ল্যান্ডিং হয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে। সেই সাফল্যের চারদিন পর রবিবার ইসরো প্রধান এস. সোমনাথ কে দেখা গেল কেরলের পৌরনামিকাভু-ভদ্রকালী মন্দিরে। তাঁর মন্দিরে পুজো দেওয়ার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চাঁদের পর এবার সূর্য মিশন, আদিত্য-L1 সম্পূর্ণ প্রস্তুত এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাঠানো হবে বলে জানান ইসরো প্রধান। সৌর মিশন পাঠানোর নির্দিষ্ট তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে কেবল চন্দ্রযান-৩ মিশনেই আটকে থাকবে না ইসরো, গবেষণা আরও বাড়ানো হবে এবং পরবর্তী লক্ষ্য সূর্য বলে জানিয়েছেন এস. সোমনাথ। তিরুবনন্তপুরমে মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসরো প্রধান বলেন, “ভারত ইতিমধ্যে চাঁদ, মঙ্গল এবং শুক্রে যেতে সক্ষম হয়েছে। কিন্তু, আমরা আমাদের প্রত্যয় আরও বাড়াতে চাই। আমাদের আরও বিনিয়োগ প্রয়োজন এবং মহাকাশ খাতকে আরও উন্নীত করতে হবে। আর এর মাধ্যমে সমগ্র দেশবাসীর বিকাশ ঘটবে। এটাই আমাদের লক্ষ্য।”
চন্দ্রযান-৩-র ল্যান্ডার চাঁদের যে অংশে অবতরণ করেছে, সেই অংশ ‘শিব শক্তি পয়েন্ট’ নামে পরিচত হবে বলে শনিবারই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেকথারও উল্লেখ করেন ইসরো প্রধান। চাঁদের পর এবার সূর্য মিশন, আদিত্য-L1 সম্পূর্ণ প্রস্তুত এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাঠানো হবে বলে জানান তিনি। সৌর মিশন পাঠানোর নির্দিষ্ট তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন এস. সোমনাথ।
আরও পড়ুন – আদালত চত্বরে আসা দুই বন্দিকে লক্ষ্য করে গুলি ছুড়লো হামলাকারীরা
https://twitter.com/ANI/status/1695669250235752678?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1695669250235752678%7Ctwgr%5Ead50df70459bfc738c061abb10562936eb3ece37%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Flatest-news%2Fisro-chief-s-somanath-seen-at-pournamikavu-bhadrakali-temple-in-keralas-thiruvananthapuram-890591.html
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, অন্যান্য পুণ্যার্থী ও পুরোহিতদের সঙ্গে পৌরনামিকাভু-ভদ্রকালী মন্দিরে বিগ্রহের সামনে করজোড়ে দাঁড়িয়ে ইসরো প্রধান এস.সোমনাথ। তখন মন্দিরে আরতি হচ্ছে, ঘণ্টা বাজাচ্ছেন পুরোহিতেরা। চন্দ্রযান মিশনের সাফল্যেই ইসরো প্রধান মন্দিরে পুজো দিতে গিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।