রাখি উৎসবের পবিত্র দিনে কন্যা সন্তানদের জন্য বিশেষ উপহার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর , রাখিবন্ধন উৎসবে যোগ দিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রাখি উৎসবের পবিত্র দিনে কন্যা সন্তানদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা প্রকল্প’-এর (Chief Minister Kanya Sumangala) অনুদান বৃদ্ধির কথা বুধবার ঘোষণা করেছেন তিনি। এই প্রকল্পের অনুদান ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
যোগী জানিয়েছেন, উত্তর প্রদশের ১৬ লক্ষ ২৪ হাজার কন্যা সন্তান ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা প্রকল্প’-এর মাধ্যমে উপকৃত হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযানকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার শপথ নেওয়ার জন্য আজকের রাখিবন্ধন দিনটি খুবই গুরুত্বপূর্ণ।
এই স্কিমে উপকৃত অনেক ছোট ছোট মেয়েরা যোগ দিয়েছিলেন আজকের অনুষ্ঠানে। তারা যোগী আদিত্যনাথের কপালে তিলক কেটে দেওয়ার পাশাপাশি তাঁর হাতে রাখি পরিয়ে দিয়েছেন। এই অনুষ্ঠান থেকে একটি ক্লিকে ২৯ হাজার ৫২৩ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেন যোগী। এই প্রকল্পের এক উপভোক্তা জানিয়েছেন, এই প্রকল্পের টাকা পেয়েছেন বলেই তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারছেন। দশম শ্রেণির এক ছাত্রীও মনে করেন, এই প্রকল্প গরিব ঘরের মেয়েদের জীবনে দারুণ পরিবর্তন এনেছে।
আরও পড়ুন – অমিতাভকে রাখি পরিয়ে দুর্গাপুজোয় আমন্ত্রণ মমতার
রাখিবন্ধন উৎসবে যোগ দিয়ে যোগী জানিয়েছেন এই ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা প্রকল্প’-এর টাকা ৬টি ভাগে দেওয়া হবে। কোনও কন্যা সন্তানের জন্ম হলে তাঁর পিতা-মাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেত ৫ হাজার টাকা। কন্যা সন্তানের বয়স এক বছর হলে ফের টাকা দেওয়া হত ২ হাজার টাকা। স্কুলে ভর্তি হওয়ার পর তিন হাজার টাকা দেওয়া হত। ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর দেওয়া হত তিন হাজার টাকা। নবম ক্লাসে দেওয়া হত পাঁচ হাজার টাকা। স্নাতক স্তরে কোনও কোর্সে ভর্তি হলে সাত হাজার টাকা দেওয়া হবে।