দ্বিতীয়বারের জন্য বাবা হলেন সারেগামাপা খ্যাত অনীক ধর

দ্বিতীয়বারের জন্য বাবা হলেন সারেগামাপা খ্যাত অনীক ধর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দ্বিতীয়বারের জন্য বাবা হলেন সারেগামাপা খ্যাত অনীক ধর

দ্বিতীয়বারের জন্য বাবা হলেন সারেগামাপা খ্যাত অনীক ধর। টলিপাড়ায় ফের খুশির খবর। রাখঢাক, লুকোছাপা করে নয় বরং ঘটা করে নিজের সোশ্যাল মিডিয়ায় সুখবর জানালেন গায়ক।স্ত্রীর সাধের ছবি পোস্ট করে দিয়েছিলেন সুখবর। আর সোমবার হাজির সেই কাঙ্খিত দিন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনীক ধর-পত্নী দেবলীনা। এবার ‘ইস্মার্ট জোড়ি’ অনীক-দেবলীনার ঘরে এল পুত্র সন্তান। স্ত্রী দেবলীনা ও মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন অনীক। গায়কের পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সহকর্মী তথা অনুরাগীরা।

 

সদ্যজাতের প্রথম ঝলকও এদিন প্রকাশ্যে আনেন সারেগামাপা-র বিজয়ী। মা ও ছেলে দুজনেই ভালো আছেন জানিয়েছেন অনীক। হাসপাতালের বিছানায় শুয়ে দেবলীনা, পাশে রাখা আছে খুদেকে। অনীক ও মেয়ে আদ্যা দাঁড়িয়ে রয়েছে দেবনীলার বেডের ঠিক পাশে। তিনজনের মুখেই হাসির ঝলক। পাঁচ বছর বয়সেই দিদি হয়ে গেল ছোট্ট আদ্যা। আর বাড়ির খুদে সদস্যা নয় সে।

আরও পড়ুনঃ বিধানসভার আলোচনা বৈঠকে অনুপুস্থিত বিধায়কদের কাছে জবাব তলব তৃণমূলের

২০১৮ সালে প্রথমবার বাবা হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক। ফুটফুটে কন্যা সন্তানের পর এবার কোল আলো করে এল পুত্রসন্তান। ছেলের বাবা হলেন গায়ক। হাসপাতাল থেকে সুখবর শেয়ার করেছেন অনীক ধর। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অনীক লেখেন, আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন।

 

ধর পরিবারে এল নতুন অতিথি। আপাতত, সেই আনন্দেই আত্মহারা সকলে। সোশ্যাল মিডিয়ায় খুশির খবরে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি। খুশির খবর পেয়ে সকল ভক্তরাই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনীককে।

 

স্ত্রী দেবলীনার সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করে অনীক লিখেছিলেন- হাম দো..হামারে দো। এবার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হতেই পরিপূর্ণ হল তাঁদের সংসার। উল্লেখ্য, ২০১৪ সালে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক। ২০১৮ সালে মেয়ে আদ্যা আসে তাদের কোলে। মেয়ে হওয়ার বছর পাঁচেকের মধ্যেই ফের বাবা হলেন অনীক ধর।

 

প্রসঙ্গত, ২০১৪ সালে ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক। এরপর ২০১৮ সালের অগস্টে মেয়ের বাবা হন অনীক ধর। নাম রাখেন আদ্যা। তাঁর মেয়ের বয়স এখন ৫। প্রসঙ্গত ২০০৭-এ সারাগামাপা বাংলা জেতার পর লাইমলাইটে এসেছিলেন অনীক। সেই বছরই জি টিভির সারেগামাপা-র মঞ্চেও বিজয়ীর খেতাব জিতে নেন কলকাতার এই ভূমিপুত্র। এরপর অসংখ্য গানের রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা গিয়েছে অনীককে। বিগ বস বাংলার প্রথম সিজনও জিতেছিলেন অনীক। কলকাতা ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন তিনি। সম্প্রতি জিতের ‘চেঙ্গিজ’ -এ সুরকার ও গায়ক হিসাবে কাজ করেছেন অনীক ধর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top