নিজস্ব সংবাদদাতা,মালদা, ২১ শে ডিসেম্বর : মালদার মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেত্রী বিউটি মন্ডলকে তুলে নিয়ে গিয়ে মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রাক্তণ প্রধান তথা টিএমসি নেত্রী সাকিলা বিবি সহ তাঁর ছেলে সানোয়ার আলী ও তার দলবলের বিরুদ্ধে। মোটরবাইকে করে পঞ্চায়েতের কাজ সেরে বাড়ি ফেরার পথে বিজেপি নেত্রী তথা পঞ্চায়েত প্রধানের উপর প্রাক্তণ প্রধান তথা টিএমসি কর্মীরা এমন হামলা করেছেন বলে অভিযোগ। ঘটনার অভিযোগ জানানো হয়েছে মানিকচক থানায়। তদন্তে থানার পুলিশ। অভিযুক্তরা ঘটনার পর গা ঢাকা দিয়েছেন। বিজেপির তোলা এমন অভিযোগের কথা অস্বীকার করেছ তৃণমূল কংগ্রেস।
পঞ্চায়েত প্রধান বিউটি মন্ডলের অভিযোগ মানিকচক ব্লক অফিসে বৈঠকের পর দলীয় কাজ সেরে বৃহস্পতিবার রাতে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূল নেত্রী তথা প্রাক্তণ প্রধান সাকিলা বিবি,তাঁর ছেলে সানোয়ার সহ বেশ কয়েকজন তার পথ আটকায়। পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে সাকিলা বিবির কথাকে গুরুত্ব দিতে হবে এমনই দাবী করেন। শুধু তাই নয় সরকারী অর্থ নয়ছয় করার ক্ষেত্রে কোন প্রতিবাদ না করে অনুমোদন করতে হবে। এমন আবেদনক নাকচ করতেই মোটরবাইক থেকে ঠেলে তাকে নামানো হয়। করা হয় মারধোর। এমনকি নিজের ছেলে সানোয়ার আলী ও তার সাথীদের দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়।
হইহট্টগোল হওয়ায় স্থানীয়রা ছুটে আসতেই পালিয়ে যায় সাকিলা বিবি ও তার দলবল। এরপর মানিকচক থানায় গিয়ে অভিযোগ করেন বিজেপি নেত্রী তথা পঞ্চায়েত প্রধান বিউটি মন্ডল। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।
পঞ্চায়েতের প্রধানকে মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ
পঞ্চায়েতের প্রধানকে মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram