Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
আইএসএল ম্যাচের জন্য বাড়ানো হল মেট্রো

আইএসএল ম্যাচের জন্য বাড়ানো হল মেট্রো

আইএসএল ম্যাচের জন্য বাড়ানো হল মেট্রো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সোমবার ইস্টবেঙ্গলের ম্যাচের দিনও বাড়ানো হলো মেট্রো

শনিবার আইএসএল। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আইএসএলের ম্যাচ শেষ হবে রাত ১০টায়। যুবভারতী থেকে সমর্থকদের বাড়ি ফিরতে সমস্যা হতে পারে। সেই কারণে রাত ১০টার পর বাড়তি মেট্রো চালানোর আবেদন করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। সেই আবেদনে সাড়া দিল মেট্রো রেল। শনিবার ম্যাচ শেষ হওয়ার পর দু’টি মেট্রো চালানো হবে। কিন্তু যে সময়ে বাড়তি দু’টি ট্রেন চালানো হবে, তাতে একেবারেই খুশি হতে পারছেন না সমর্থকেরা।

আরও পড়ুনঃ হামসফর এক্সপ্রেসে আগুন, আতঙ্কিত যাত্রীরা

তাঁদের দাবি, ম্যাচ শেষ হওয়ার পর ওই মেট্রো সময়ে ধরতে পারা প্রায় অসম্ভব হবে। যুবভারতী থেকে বেরিয়ে ছুটতে হবে পেত্রাতোসের গতিতে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সমর্থকদের কথা ভেবে শনিবার রাত ১০টা এবং ১০.১০ মিনিটে দু’টি বাড়তি মেট্রো চালানো হবে। এটি শুধুমাত্র শনিবারের জন্যেই। এমনিতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো থাকে রাত ৯.৪০-এ। এ দিন আরও দু’টি মেট্রো চলবে। কিন্তু যে সময়ে দু’টি ট্রেন রাখা হয়েছে তা সমর্থকেরা ধরবেন কী করে?

 

যুবভারতীতে রাত ৮টা থেকে খেলা শুরু। বিরতি এবং অতিরিক্ত সময় মিলিয়ে খেলা শেষ হতে প্রায় ১০টার কাছাকাছি হবে। সেই ১০টাতেই একটি মেট্রো রয়েছে। পরের মেট্রো ১০ মিনিট পরে। ফলে পুরো খেলা শেষ হওয়ার পর সমর্থকদের পক্ষে এসে ট্রেন ধরা কঠিন। বিশেষত, যাঁদের আসন পড়বে আমরি হাসপাতালের দিকে, তাঁরা মেট্রো স্টেশন পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা কী ভাবে আসবেন? ‘সল্টলেক স্টেডিয়াম’ মেট্রো স্টেশনটি এমনিতেই স্টেডিয়ামের থেকে বেশ কিছুটা দূরে। ফলে যাঁরা বাইপাস কাদাপাড়া এলাকা দিয়ে স্টেডিয়ামে ঢুকবেন, তাঁদের পক্ষেও ম্যাচ শেষ হওয়ার পরে দৌড়ে এসে মেট্রো ধরা কার্যত অসম্ভব।

কৌশিক মিত্র বলেন, ‘এখন আর কিছু করার নেই। এই মুহূর্তে সময়ের বদল করা মুশকিল। পরের ম্যাচগুলির ক্ষেত্রে ভাবা হবে। তা ছাড়া, শিয়ালদহে যাঁরা যাবেন সেখানেও ট্রেন ধরার ব্যাপার রয়েছে। সব বিবেচনা করেই সময় রাখা হয়েছে।’ কিন্তু মেট্রোর এই যুক্তিতে খুশি হতে পারছেন না সমর্থকেরা। বারাসতের সবুজ-মেরুন সমর্থক বাবু পাল বলেন, ‘বাইপাস থেকে বারাসত যাওয়ার প্রচুর বাস রয়েছে। কিন্তু রাত ১০টায় একটাও বাস পাওয়া যাবে না। আমাকে ভরসা করতে হবে ট্রেনের উপরেই। ভেবেছিলাম মেট্রো করে শিয়ালদহে গিয়ে ট্রেন ধরব। কিন্তু মেট্রো যে সময় দিয়েছে, তাতে বেলেঘাটা থেকে কী করে স্টেশনে আসব সেটাই ভাবছি।’

 

বারুইপুরের মোহনবাগান সমর্থক রমেশ দত্তও একই কথা বলছেন। তাঁর কথায়, ‘আমার যে গেট পড়েছে তাতে কাদাপাড়া দিয়ে ঢুকলেই হবে। কিন্তু পুরো ম্যাচ শেষ হওয়ার পর মেট্রো স্টেশন পর্যন্ত অত তাড়াতাড়ি আসব কী করে? যাঁরা খেলা দেখতে যান তাঁরা জানেন ভিড় থাকলে স্টেডিয়াম থেকে গেট পর্যন্ত আসতেই মিনিট দশেক লাগে। সেখান থেকে স্টেশন আরও মিনিট দশেক। অন্তত ১০.১৫-এর আগে কিছুতেই স্টেশন পর্যন্ত আসা সম্ভব নয়।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top