গত ৫ অক্টোবর থেকে রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে চলছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা মঞ্চ। তবে এতদিন উত্তরবঙ্গ সফরে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিরাত রাতে কলকাতায় ফিরেছিন তিনি। আজ, সোমবার তৃণমূলদের সময় দিয়েছেন রাজ্যপাল। বিকেলেই বৈঠক। তার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুনঃ রাজ্যজুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত, শুধু উত্তর ২৪ পরগনায় প্রায় ১২ হাজার সংক্রমণ
এদিন ফেসবুকে অভিষেক লেখেন, ‘আমরা রাজভবনের বাইরে আমাদের শান্তিপূর্ণ ধরনার পঞ্চম দিনে প্রবেশ করছি। পূর্ণ শক্তি এবং সংকল্পের সঙ্গে আমি বাংলার জনগণের অধিকারকে তুলে ধরা জারি রাখব। গতকাল, রাজ্যপাল অবশেষে আমাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি অধীর আগ্রহে সভার অপেক্ষা করছি এবং আশা করছি যে রাজ্যপাল বাংলার জনগণের দাবি শুনবেন।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, ‘বিজেপি জমিদাররা নিরপরাধ মানুষের জীবন নিয়ে রাজনীতি করে চলেছেন। কিন্তু, বাংলা চুপ করে থাকবে না এবং আমরা আমাদের অধিকারের জন্য লড়াই থামাব না! বিজেপি জমিদাররা নিশ্চিন্ত থাকুন, বাংলার সামনে মাথা নত করতেই হবে!’
গতকালই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। তারপর রাতের দিকেই খবর পাওয়া যায় যে তৃণমূলকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন তিনি। সেক্ষেত্রে আজ বিকেল ৪টে নাগাদ সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে বলে খবর। যদিও তঋণমূলের তরফে কারা কারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, সেই বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি।
বাংলার বকেয়া ১০০ দিনের কাজের টাকার দাবিতে গত ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে আন্দোলনের ডাক দেয় তৃণমূল। গোটা আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষিভবনে অবস্থান শুরু করেন তৃণমূল কংগ্রেস। সেই সময় পুলিশ তাঁদের চ্যাংদোলা করে বের করে দেয় বলে অভিযোগ। এরপর দিল্লিতে দাঁড়িয়েই ‘রাজভবন চলো’র ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর গত বৃহস্পতিবার রাজভবন অভিযানে নামে তৃণমূল।
এদিকে সেই দিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে ছিলেন রাজ্যপাল। তিনি বার্তা দেন, প্রয়োজনে সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারে তৃণমূল। যদিও তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাফ জানিয়ে দেন, তাঁরা কলকাতাতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে রাজ্যপালের কথা রাখতে দলের ৩ সদস্য মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও প্রদীপ মজুমদারকে দিল্লিতে পাঠায় তৃণমূল। সেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। এরপর গতকাল সন্ধ্যায় কলকাতায় ফেরেন রাজ্যপাল।