ফের সুখবর টলি পাড়ায়। এবার বিয়ের পিড়িতে বসছেন টলি অভিনেত্রী সন্দিপ্তা সেন। বুধবার অভিনেত্রী নিজেই জানালেন এ খবর। তবে কার সাথে সাত পাকে বাঁধা পরছেন অভিনেত্রী? হইচই-এর চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পরতে চলেছেন অভিনেত্রী। আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সন্দিপ্তা-সৌম্য। বুধবারই হয়ে গেল তাদের পাকা কথা।
আরও পড়ুনঃ ইজরায়েলে কাটানো ভয়ংকর স্মৃতির কথা জানালেঞ অভিনেত্রী নুসরত
সুত্রের খবর, আগামী ৭ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই যুগল। তার আগে আগামী ২ ডিসম্বর আংটি বদলের অনুষ্ঠান রয়েছে তাদের। সুতরাং পুজোর শপিংয়ের পাশাপাশি বিয়ের কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে দুই পক্ষের তরফ থেকেই। গত দেড় বছর ধরে সম্পর্কে আছেন সন্দিপ্তা-সৌম্য। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সন্দিপ্তা জানিয়েছেন যে, গত এক বছর ধরে তাদের বিয়ের কথাবার্তা চলছে। বিয়ে নিয়ে তার পাশাপাশি বেশ উৎসাহিত সৌম্যও। তিনি আরও জানিয়েছেন, বিয়ের আর বেশি দিন দেরী নেই। আর অনেক কাজ বাকি আছে তাদের। কেনাকাটাও বাকি আছে অনেক। তাই আপাতত বেশ চাপেই আছেন অভিনেত্রী।
ওই সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সন্দিপ্তা আরও জানান, বিয়েতে তিনি ফুলিয়ার পিংক কালারের কাতান বেনারসি পরবেন। আর অপরদিকে কনেকে মেচিং করে প্যাস্টল পিংক কালারের ধুতি পাঞ্জাবি পরবেন সৌম্য। তাদের বিয়ে দেবেন নন্দিনী ভৌমিক। আংটি বদলের দিন সন্দীপ্তা অবশ্য লহেঙ্গা পরবেন বলেই জানিয়েছেন। আর সন্দীপ্তা যেহেতু নাচে পারদর্শী সুতরাং নাচ-গান তো থাকবেই, তা বলাই বাহুল্য।
সম্প্রতি, অভিনেত্রীকে দেখা গেছে হইচইয়ের এক ওয়েব সিরিজ নষ্টনীড়ে। পুজোর পর মুক্তি পেতে চলেছে সন্দিপ্তা অভিনীত বোধনের দ্বিতীয় সিজিন। এছাড়াও বেশ কিছু কাজ রয়েছে তার হাতে। তাই আপাতত হানিমুনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে পরে অবশ্যই হানিমুনে যাওয়ার ইচ্ছা রয়েছে এই যুগলের।
সন্দিপ্তা সেন, নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন সিরিয়াল দিয়ে। এখন তিনি টলিউডের এক অতি পরিচিত মুখ। একের পর এক ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে তার। আর সব কটিতেই দুর্দান্ত অভিনয় তাঁর। অভিনয়ের পাশাপাশি ব্যাক্তিগত জীবন নিয়েও বেশ লাইম লাইটে থাকেন অভিনেত্রী। এখন তিনি টলিউডের এক অতি পরিচিত মুখ। একের পর এক ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে তার। আর সব কটিতেই দুর্দান্ত অভিনয় তাঁর। অভিনয়ের পাশাপাশি ব্যাক্তিগত জীবন নিয়েও বেশ লাইম লাইটে থাকেন অভিনেত্রী।