Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কে এই সৃজা দত্ত? জানুন দেবের নায়িকার পরিচয়

কে এই সৃজা দত্ত? জানুন দেবের নায়িকার পরিচয়

কে এই সৃজা দত্ত? জানুন দেবের নায়িকার পরিচয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কে এই সৃজা দত্ত? জানুন দেবের নায়িকার পরিচয়

ভাগ্যের চাকা হয়ত এইভাবেই ঘোরে। সাধে বলে সবটাই ভাগ্য। পড়ছিলেন ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে দেবের নায়িকা। জানুন, বাঘাযতীনের নায়িকার পরিচয়। এবার পুজোতে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত বাঘাযতীন সিনেমা। অরুণ রায় পরিচালনায় বাঘাযতীনে দেবের বিপরীতে দেখা যাবে সৃজা দত্তকে। টলি পাড়ার নতুন মুখ তিনি। তবে জানেন এর কে এই সৃজা দত্ত?

আরও পড়ুনঃ এবার ইজরায়েলে আটকে পরা বাঙালীদের ফেরাতে তৎপর মুখ্যমন্ত্রী, চালু করলেন হেল্পলাইন নম্বর

সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সৃজা জানিয়েছেন নিজের জীবনের অজানা কিছু কথা। সৃজা বলেন, অনেক ছোটবেলা থেকেই ইন্ডাস্ট্রির প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করত আমার। ইঞ্জিনিয়ারিং পড়েছি শুধুমাত্র টেকনিক্যাল ডিগ্রী পাওয়ার জন্য। এমবিএ করার ইচ্ছা ছিল তাই ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম আর কিছু না। অভিনয়টা ভালোবেসেই করি সাফল্যটা আমার কাছে বড় কথা নয়। আমি শুধু ভালো কাজ করতে চাই আর চাই সকলের সঙ্গে যেন সুসম্পর্ক বজায় থাকুক। বিতর্কের মাধ্যমে আমি একেবারেই জনপ্রিয়তা চাই না।

 

জীবনের লড়াই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই আমি দাদুর কাছে মানুষ তাই এই মুহূর্তে সবথেকে বেশি আমার মনে পড়ছে সেই মানুষটাকেই। বাবাকে মনে পড়ছে কিন্তু বাবার থেকেও সবথেকে বেশি মিস করছি দাদুকে। যে সময় বাবাকে পাশে পাওয়ার কথা ছিল সে সময় আমি পেয়েছি আমার মাকে। জানিনা বাবা থাকলে এই বিষয়টাকে কতটা সাপোর্ট করতেন কিন্তু বাবা আর দাদু যদি দুজনে থাকতেন তাহলে আমি দুজনের থেকেই জানতে চাইতাম আমাকে পর্দায় দেখে কেমন লাগছে তাদের?

 

অভিনেতা দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন জিজ্ঞাসা করায় অভিনেত্রী বলেন, ক্যামেরার সামনে একদমই আত্মবিশ্বাসী। সেটে এতগুলো মানুষ তার ওপর দেবদাকে দেখে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তবে দু একটা শর্ট নেওয়ার পর সেই ভয় কেটে যায়। আমি সব কাজ দেবদাকে জিজ্ঞাসা করেই করি। সাক্ষাত্‍কার দেবার আগেও দেবদাকে জিজ্ঞাসা করেছিলাম কি বলবো? দেবদা বলেছিলেন, যেটা মন চাইছে সেটাই বলতে আর তারপর থেকে আমি সেটাই করি।

 

টলিউডের নবাগতা এই অভিনেত্রীর জীবনে এখন একটাই লক্ষ্য, ভালো কাজ করতে চান তিনি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও চাকরি কোনদিনই তার লক্ষ্য ছিল না। বর্তমানে তিনি অভিনয় দুনিয়াতেই তার কাজের মাধ্যমে পরিচিতি পেতে চান। দেবের হাত ধরে টলিউডে অভিষেক হওয়াতে তার জন্য সিনেমার রাস্তা খুলে গেল আরও।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top