দীঘার অদূরে তালসারির সৈকতে কুমির উদ্ধার। পড়শি রাজ্য ওড়িশা বালেশ্বর জেলার তালসারি সমুদ্র সৈকতে শুক্রবার সকালে একটি পূর্ণবয়স্ক কুমির উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা।ঘটনায় জানা জায় এই দিন সমুদ্রে মৎস্য শিকারে যাওয়া মৎস্যজীবীরা জাল ছাড়ার পর তালসারি চড়ে বিশ্রাম নেওয়ার জন্য যায়।ওখানেই মৎস্যজীবীরা দেখতে পায় এই কুমিরটি শুয়ে রয়েছে।খবর দেওয়া হয় ভোগরাই ব্লকের বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসে।ঘটনার জেরে মৎস্যজীবীদের মধ্যে একটা চাপা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রায়শই ঐ সমস্ত এলাকায় স্থানীয় যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা মৎস্য শিকার করে।
আরও পড়ুনঃ কে এই সৃজা দত্ত? জানুন দেবের নায়িকার পরিচয়
কুমিরটিকে দেখে তাঁরা বন দফতরে খবর দিলে কুমিরটিকে উদ্ধার করে জলেশ্বরে নিয়ে যাওয়া হয়। কুমিরটি লম্বায় প্রায় সাড়ে ৯ ফুট এবং ওজন প্রায় ২০০ কেজি বলে জানা গিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসার করার পর কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে বলে খবর। সূত্রের খবর, দিঘা সমুদ্র সৈকতের নিকট তালাসারি এলাকায় হঠাৎ প্রকাণ্ড আকারের একটি প্রাণী লক্ষ্য করেন স্থানীয়রা। উৎসাহে কুমিরটিকে দেখতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে হঠাৎ করে সমদু সৈকতের ধারে একটি বিশালাকায় প্রাণী শুয়ে থাকতে দেখা যায়। দিঘা সমুদ্র সৈকতের নিকট তালাসারি এলাকায় হঠাৎ প্রকাণ্ড আকারের একটি প্রাণী লক্ষ্য করেন স্থানীয়রা। উৎসাহে কুমিরটিকে দেখতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে হঠাৎ করে সমদু সৈকতের ধারে একটি বিশালাকায় প্রাণী শুয়ে থাকতে দেখা যায়।
সৈকতের ধারে তখন কাজে ব্যস্ত ছিলেন মৎসজীবীরা। কুমিরটিকে দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় বন দফতরকেও। এরপরেই কুমিরটিকে ধরার ব্যবস্থা করা হয়। কুমিরটিকে ধরে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। সৈকতের ধারে তখন কাজে ব্যস্ত ছিলেন মৎসজীবীরা। কুমিরটিকে দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় বন দফতরকেও। এরপরেই কুমিরটিকে ধরার ব্যবস্থা করা হয়। কুমিরটিকে ধরে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। এরপরেই কুমিরটিকে ধরার ব্যবস্থা করা হয়। কুমিরটিকে ধরে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। জানানো হয়েছে।