এবার ব্যারাকপুর লোকসভায় আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল

এবার ব্যারাকপুর লোকসভায় আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
এবার ব্যারাকপুর লোকসভায় আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল

২০২৩ সালের ২৬ই অক্টোবরে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পূজার কার্নিভাল। আর সেই জন্য ব্যারাকপুরের চিড়িয়ামোড় এবং ক্যান্টনমেন্ট গ্রাউন্ডে প্ল্যানিং অনুযায়ী মঞ্চ, স্থান এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী গড়ে তলার জন্য মাপ-যোগ নেওয়া হয় ১৭ই অক্টোবর, দুপুর ১২:৩০ টা নাগাদ। জানা যায়, দুর্গা পূজার কার্নিভালের জন্য গঠন করা হয়েছে একটি কমিটি, সেই মত এদিন কমিটির সকল দায়িত্বপ্রাপ্তরা এদিন পর্যবেক্ষণে আসেন।

আরও পড়ুনঃ পুজো নিরাপত্তা কলকাতা পুলিশ

এই বিষয় ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান, “মমতা বন্দোপাধ্যায় যে কার্নিভালটা করেন, সেটা পুরো বিশ্ব দেখে। তবে, মানুষ জন অনুরোধ করেছে, যদি প্রত্যেকটা জেলায় জেলায় এই কার্নিভাল করা যায় তাহলে ভালো হয়। গতবারে কিছু জেলা ধরে করা হয়েছে। কিন্তু এবারে লোকসভা ভিত্তিক হচ্ছে। ব্যারাকপুর লোকসভা চিড়িয়ামোড়ে হচ্ছে এবং দমদম লোকসভা সোদপুরে হচ্ছে। একটি কমিটি গঠন হয়েছে। সেখানে এসডি আছে। সকলে মিলে একটা পরিদর্শন করলাম। কীভাবে কি করা যায়।”

 

এখানে বলে রাখা ভালো যে এই কার্নিভালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল। সেটি হল ট্রাফিক বিভাগের সহযোগিতা। সেই জন্য এদিন ডিসি হেড কোয়ার্টার অজয় প্রসাদ, DC সেন্ট্রাল আশিস মৌর্য, DC ট্রাফিক সান্দিপ কাররা, ACP ব্যারাকপুর আবানুর হুসেন, ACP ট্রাফিক সোমদেব বন্দ্যোপাধ্যায়, IC টিটাগড় সুমিত মণ্ডল, ট্রাফিক সেন্ট্রাল বিভাগের অফিসার ইন চার্জ দেব্রত দুবে, ওসি ট্রাফিক সঞ্জীব নস্করের পাশাপাশি আইসি ব্যারাকপুর উপস্থিত ছিলেন।

 

এই বিষয় বলতে গিয়ে ডিসি হেড কোয়ার্টার অজয় প্রসাদ বলেন, “আমাদের সাব ডিভিশনে ২৬ তারিখে কার্নিভালের অনুষ্ঠান হবে। সেই হিসাবে এই কার্নিভালের রুটটা দেখে নিলাম। আমাদের সাথে থানার বিভিন্ন অফিসার এবং সিভিল ডিপার্ট্মেন্ট থেকে, PWD থেকে এবং মিনিস্টার থেকে রিপেজেন্টিটিভরা ছিলেন। আমরা কোন জায়গা থেকে শুরু করব, কোথায় ব্যারিকেড করা হবে, কোথায় এলিডি করা হবে, কোথায় সাউন্ড সিস্টেম করা হবে, স্টেজ কীভাবে হবে, বসার জায়গা কিভাবে হবে, সাধারণ মানুষদের জন্য দেখার উপযোগী কীভাবে রাখা হবে, এই জিনিস গুলো আজ দেখে আমরা একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।”

 

এদিন ট্রাফিক বা কমিশনারেট ডিপার্টমেন্টের পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপ পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, এসডি আই সি ও সুস্মিতা হাতি এবং PWD-র প্রতিনিধিরা।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top