আজ মহাষ্টমী। এই অষ্টমী পুজোতে কুমারী পুজোর চল রয়েছে অনেক জায়গায়। এই দিন কুমারী মেয়েদের মায়ের রূপে পুজো করা হয়। বেলুড় এ প্রতিবছর খুব বড়ো করে অনুষ্ঠিত হয় কুমারী পুজো। ঠিক সেইরকম জেলায় জেলায় বিভিন্ন পুজো মন্ডপে এই কুমারী পুজোর চল আছে। সেই রকমই আজ নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রাঙ্গণে দুর্গাপূজার অষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্ঠিত হল ৷
আরও পড়ুন: মায়ের হাতে মায়ের পুজো, অষ্টমীতে এক অন্য দৃশ্যের স্বাক্ষী থাকল মালদা
প্রতি বছরের মত এবছরও কলকাতা বিমানবন্দরের অদূরে নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রাঙ্গণে দুর্গাপূজার অষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্ঠিত হল ৷ এদিন ষষ্ঠ (৬) বর্ষীয় কুমারী আয়ুস্মিতা গোস্বামীকে দেবী ‘উমা’ রূপে পূজা করা হয়৷ এদিন বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন কলকাতাস্থ ইতালির কনসুলেট জেনারেল ড্যানিয়েল প্যামফেলো।
উল্লেখ্য বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের মাতৃপ্রতিমা প্রতিষ্ঠাতা আচার্যদেব আনন্দময় দিব্যপুরুষ শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী নিজের হাতে তৈরি করেন ৷ মায়ের মূর্তি নির্মাণের সময় কৈলাস পর্বতের ধুলিকণা এবং মানস সরোবরের পবিত্র মাটিও মেশানো হয় ৷ ইংল্যান্ডের রাজবাড়ি, স্পেনের রাজবাড়ি, নেপালের রাজবাড়ি এবং ভারতের বিভিন্ন রাজ্যবাড়ির মাটিও মূর্তি নির্মাণে ব্যবহৃত হয়৷ সেই সঙ্গে বিশ্বের নানা প্রান্তের জল এবং মৃত্তিকা বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের দুর্গাপূজাকে প্রকৃত অর্থেই বিশ্বজনীন এবং সর্বজনীন করে তুলেছে ৷ আসামের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া দ্বিতীয়ার দিন বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের দুর্গাপূজার শুভসূচনা করেন ৷
প্রতি বছরের মত এবছরও কলকাতা বিমানবন্দরের অদূরে নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রাঙ্গণে দুর্গাপূজার অষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্ঠিত হল ৷ এদিন ষষ্ঠ (৬) বর্ষীয় কুমারী আয়ুস্মিতা গোস্বামীকে দেবী ‘উমা’ রূপে পূজা করা হয়৷ এদিন বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন কলকাতাস্থ ইতালির কনসুলেট জেনারেল ড্যানিয়েল প্যামফেলো।
উল্লেখ্য বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের মাতৃপ্রতিমা প্রতিষ্ঠাতা আচার্যদেব আনন্দময় দিব্যপুরুষ শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী নিজের হাতে তৈরি করেন ৷ মায়ের মূর্তি নির্মাণের সময় কৈলাস পর্বতের ধুলিকণা এবং মানস সরোবরের পবিত্র মাটিও মেশানো হয় ৷ ইংল্যান্ডের রাজবাড়ি, স্পেনের রাজবাড়ি, নেপালের রাজবাড়ি এবং ভারতের বিভিন্ন রাজ্যবাড়ির মাটিও মূর্তি নির্মাণে ব্যবহৃত হয়৷ সেই সঙ্গে বিশ্বের নানা প্রান্তের জল এবং মৃত্তিকা বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের দুর্গাপূজাকে প্রকৃত অর্থেই বিশ্বজনীন এবং সর্বজনীন করে তুলেছে ৷ আসামের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া দ্বিতীয়ার দিন বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের দুর্গাপূজার শুভসূচনা করেন ৷