গত বৃহস্পতিবার মধ্য রাতে রেশন দুর্নিতি কান্ডে ইডির দ্বারা গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর সল্টলেকের বাড়িতে ২০ ঘন্টা তল্লাশির পর তাকে গ্রেফতার করা হয় রাত ৩.২২ মিনিটে। আপাতত ইডি হেফাজতে রয়েছেন বালু। আর এই ঘটনার পর শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
মন্ত্রী গ্রেফতারের পর আজ নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যান রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সেখানে পুজো দিয়ে বেরোনোর সময় এক হাত নিলেন ইডিকে। পার্থ এদিন বলেন, ‘উত্তর ২৪ পরগনা কে রাজনৈতিক দিক দিয়ে দুর্বল করতে জ্যোতি প্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই ভাবে তৃণমূল কংগ্রেস কে দমানো সম্ভব না কেস্ট মণ্ডল কে গ্রেপ্তার করে বীরভূম এই ভাবে দখল করতে চেয়েছিল কিন্তু সেটা এখনো পারে নি বিজেপি।’ উল্লেখ্য, আজ নৈহাটির বড়মার ১০০ তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে আসেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।
আরও পড়ুনঃ সরকারি ত্রানের ত্রিপল বিক্রি করছে স্বয়ং তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের পরিবারের সদস্য
এখানেই শেষ নয়, তিনি এদিন ইডির পাশাপাশি বিজেপকেও এক হাত নিলেন। তিনি এদিন বলেন, ‘শুভেন্দু অধিকারী টাকার ভাগ বাটোয়ারা বিষয় বেশি জানে তাই ওর নাম সিবিআই এর খাতায় সবার আগে ছিলো নিজের পিঠ বাঁচাতে শুভেন্দু অমিত শাহের পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছে। ওর মত সবার শিরদাঁড়া বিক্রি হয়ে যায় নি। আর বিরোধীদের ওপর এই ঘটনা সারা ভারত জুড়ে চলছে। কেন্দ্রের বিজেপি সরকার যা করছে সেটা গানতন্ত্রের পক্ষে লজ্জার। আগামী দিনে আরো অনেকের বাড়িতে এই ধরনের হানা পড়তেই পারে। জ্যোতি প্রিয় মল্লিককে হেনস্থা করা হচ্ছে।’
উল্লেখ্য, নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা কালীপুজো সমিতি এবার ১০০ তম বর্ষে পদার্পণ করলো।কথিত আছে ধর্ম হোক যার যার বড়মা সবার।সেই উপলক্ষে এবার নৈহাটি বড় কালী পুজো সমিতি বড়মার নবনির্মিত মন্দিরের নতুন ফটক উদ্ভোধন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়, বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী ও অন্যান্য ব্যক্তিত্বরা। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়, বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী ও অন্যান্য ব্যক্তিত্বরা।