বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ….. বিশ্ব ভারতীতে তৃণমূলের ধর্ণা মঞ্চে অনুপম হাজরা। ‘ওনার রাজনৈতিক অভিজ্ঞতা কতোটা আমি জানি না। রাজ্য নেতৃত্বের ওনার সঙ্গে বসা উচিৎ। উনি হয়তো দলের অভ্যন্তরের কিছু কথা বাইরে বলে ফেলছেন। আমার সঙ্গে ওনার কোনও কথা হয়নি। উনি অন্য কোনো দলে যাবেন কিনা আমার জানা নেই। দলীয় লাইনের বাইরে গেলে এধরনের কথা ওঠা স্বাভাবিক।’
মহুয়া মৈত্র ইস্যু নিয়ে। ‘যিনি অভিযোগ করেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ, দুজনেই এথিক্স কমিটির মুখোমুখি হয়েছেন। এরপর সিদ্ধান্ত স্পিকার নেবেন। আমার যেটা মনে হয় মহুয়া মৈত্র ভালোভাবেই ফেঁসেছেন। গর্হিত কাজ করেছেন। তিনি সংসদের গরিমা নষ্ট করেছেন। এর দ্বারা বাংলার রাজনীতি সম্পর্কে খারাপ ধারণা তৈরি করেছেন।’
আরও পড়ুনঃ অশ্লীল পোশাক পরেন ইধিক, ডিপজলকে পাল্টা অভিনেত্রীর
অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিনে ইডির নোটিশ। আজ ইডি দফতরে অভিষেক হাজিরা প্রসঙ্গে। ‘কার জন্মদিন, কার বিবাহবার্ষিকী এটা দেখে তো ইডি কাজ করবে না। প্রত্যেক বার আমি ব্যস্ত, আমার মিটিং বললে তো ইডি শুনবে না। এটাই প্রথম বার নয়। বাহানা আগেও শোনা গেছে। ইডি তদন্তের স্বার্থে ডেকেছে।’
ইডি মাইনাস টু। আগেরবার অভিষেক উবাচ। ‘কে কত নম্বর দিল, তা দিয়ে ইডির কি? দেশে প্রতিদিন শত শত জায়গায় রেইড হয়। অনেকে গ্রেফতার হয়। অনেকে জেলে যায়। তাই আলাদা করে নির্দিষ্ট কাউকে টার্গেট করা হচ্ছে, এই কথার কোনো যুক্তি নেই। আমাদের নেতাদের বাড়িতেও ইডি গেছে। যারা সরকারি টাকা লুঠ করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হবেই।’
অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিনে ইডির নোটিশ। আজ ইডি দফতরে অভিষেক হাজিরা প্রসঙ্গে। ‘কার জন্মদিন, কার বিবাহবার্ষিকী এটা দেখে তো ইডি কাজ করবে না। প্রত্যেক বার আমি ব্যস্ত, আমার মিটিং বললে তো ইডি শুনবে না। এটাই প্রথম বার নয়। বাহানা আগেও শোনা গেছে। ইডি তদন্তের স্বার্থে ডেকেছে।’
ইডি মাইনাস টু। আগেরবার অভিষেক উবাচ। ‘কে কত নম্বর দিল, তা দিয়ে ইডির কি? দেশে প্রতিদিন শত শত জায়গায় রেইড হয়। অনেকে গ্রেফতার হয়। অনেকে জেলে যায়। তাই আলাদা করে নির্দিষ্ট কাউকে টার্গেট করা হচ্ছে, এই কথার কোনো যুক্তি নেই। আমাদের নেতাদের বাড়িতেও ইডি গেছে। যারা সরকারি টাকা লুঠ করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হবেই।’