নর্দমায় ডুবে গরু, কোলে তুলে উদ্ধার করলেন তরুণ!

নর্দমায় ডুবে গরু, কোলে তুলে উদ্ধার করলেন তরুণ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নর্দমায় ডুবে গরু, কোলে তুলে উদ্ধার করলেন তরুণ!

ভাইরাল খবর : আবর্জনা ভর্তি নর্দমায় ডুবে গরু, পগারে নেমে কোলে তুলে উদ্ধার করলেন তরুণ, সাধুবাদ জানাল নেটদুনিয়া।গলা অবধি আবর্জনা ও পাঁকে ডুবে শরীর। বহু চেষ্টা করেও নিজেকে টেনে তুলতে পারছে না গরুটি। ক্রমে শরীর আরও ঢুকে যাচ্ছে ময়লা পাঁকে। দড়ি বেঁধে তাকে তোলার চেষ্টা করছিলেন কয়েক জন। কিছুতেই টেনে তোলা সম্ভব হচ্ছিল না গরুটিকে। এই অবস্থায় নোংরা নর্দমায় নেমে গরুটিকে সাহায্য করতে নেমে পড়লেন এক যুবক। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনার তারিখ এবং স্থান জানা যায়নি।

 

https://www.instagram.com/reel/DGpBVPqoW7v/?utm_source=ig_web_copy_link

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গরুটি নর্দমায় পড়ে যেতেই তাকে তোলার জন্য জড়ো হন কয়েক জন ব্যক্তি। কোনও ভাবেই তাকে তোলা সম্ভব হচ্ছিল না। উপায় না দেখে গরুটিকে তোলার জন্য আবর্জনাময় নর্দমায় নেমে পড়েন এক তরুণ। কোলপাঁজা করে প্রথমে গরুটিকে তোলার চেষ্টা করেন তিনি। সেই উপায়ে কাজ না হওয়ায় বেশ কসরত করতে হয় তাঁকে। শেষে দড়ি বেঁধে বাঁশ দিয়ে ঠেলে গরুটিকে উদ্ধার করেন তরুণ। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে গরুটিকে নিরাপদে উঠিয়ে আনতে সক্ষম হন তরুণ।

 



ভিডিয়ো দেখে তরুণের উদ্যোগের প্রশংসা করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ইনস্টাগ্রামে ‘ভিরা সিংহম’ নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োটি দু’দিনের মধ্যে ২ কোটিরও বেশি বার দেখা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top