কলকাতা-কলকাতায় গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে মৃত্যু অ্যাপ ক্যাব চালকের। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বিজয়গড়ে এই ঘটনা ঘটেছে।
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই ক্যাব চালককে মারধর করে কয়েকজন যুবক। তারপরই তাঁকে হাসাপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে।চালকের পরিবার খুনের অভিযোগ করলেও এখনও গ্রেফতারি হয়নি এই ঘটনায়। তাতে ক্ষোভ বাড়ছে পরিবারের।
গত বুধবার বিজয়গড় এলাকায় লালকার মাঠে গাড়ি পার্কিং নিয়ে ওই ক্যাব চালকের সঙ্গে ঝামেলা হয়েছিল কয়েকজন যুবকের। গাড়ি পার্কিংয়ের সময়ে তাঁদের স্কুটিতে ধাক্কা লাগার কারণেই ঝামেলা হয়। সেই সময়ে শুধু ঝগড়া হলেও অভিযোগ, পরে জয়ন্ত সেন নামের ওই ক্যাব চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই যুবকরা। তারপরই তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাতেই গুরুতর জখম হন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে যাদবপুরের কেপিসি হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
গত দুদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ওই ক্যাব চালক। অবশেষে শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের তরফ থেকে ইতিমধ্যে এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে যাদবপুর থানায়। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
