ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত প্রশংসা মমতার!

ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত প্রশংসা মমতার!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খেলা-২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতীয় ক্রিকেট দল। প্রায় একপেশে একটা ম্যাচে রোহিত শর্মার দল কিউয়ি ব্রিগেডকে ৪ উইকেটে পরাস্ত করে। জয়ের পর ২৫২ রান তাড়া করতে নেমেছিল টিম ইন্ডিয়া। মাত্র ৬ উইকেট হারিয়ে তারা এই রানটা হাসিল করে নেয়। এই নিয়ে তৃতীয়বার ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল।

ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে গর্জন শুনতে পাওয়া যায়। তিনি ৭৬ রানের একটা ধামাকাদার ইনিংস উপহার দেন। শ্রেয়স আইয়ারও ৪৮ রান করেন। শেষের ওভারগুলো কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করলেন। আর সেইসঙ্গে ভারত অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব দুটো করে উইকেট শিকার করেছেন।



টিম ইন্ডিয়ার এই জয়ে খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডল এক্স-য়ে তিনি লিখেছেন, ‘আজ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া যে জয়লাভ করেছে, তা এককথায় অসাধারণ। এমন একটা শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে আমাদের ছেলেরা স্নায়ুর লড়াইয়ে শেষপর্যন্ত জয়লাভ করেছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে। আমরা দাপটের সঙ্গে এই খেতাব জিততে পেরেছি। আজকের রাতটা প্রত্যেক ভারতীয়র কাছে যথেষ্ট গর্বের।’

প্রসঙ্গত এই নিয়ে টিম ইন্ডিয়া তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল। দুবাইয়ে আয়োজিত ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিল। ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে তারা ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে হাসিল করে নেয়। ৪৯ ওভারের শেষ বলে জাদেজার ব্যাট থেকে জয়সূচক বাউন্ডারি বেরিয়ে আসে। সেইসঙ্গে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল ভারত। রোহিতের ব্যাট থেকে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস বেরিয়ে আসে। এছাড়া কেএল রাহুল ৩৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। টিম ইন্ডিয়ার জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top