কলকাতা -কলকাতার অন্যতম বিখ্যাত ওয়াটার পার্ক এর ভেতর সল্টলেকে সেক্টর ফাইভে অবস্থিত নিকো পার্ক হলো অন্যতম। নিকো পার্কের ভেতর ওয়েট ও ওয়াইল্ড গরমে স্নান করার অন্যতম বিখ্যাত জায়গা। আজ নিকো পার্কে তরফ থেকে তাদের সমস্ত ভেলিউড অতিথিদের দের স্নান করার ব্যবস্থা এবং খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল।
এই অনুষ্ঠানে যোগদান করেন বিধান নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোস, রাজীব কাউল, পার্কের এমডি রাজেশ রাইসিংহানি, ভাইস প্রেসিডেন্ট সুমিত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। খাওয়া দাওয়া জমজমাট তার সাথে উপরে পাওয়া এই গরমে wet o wild এ বিনামূল্যে স্নান করার সুযোগ।
এছাড়াও নতুন একটি রাইড শুরু হয়েছে। পার্কের এমডি রাজেশ রাইসিংহানি জানান এই গরমকাল পড়ার সাথে সাথে ওয়াটার পার্কে মানুষের ভিড় বাড়বে। আমাদের কর্মীরা সদা তৎপর যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। একদিকে যেরকম বিভিন্ন রাইডস আছে অন্যদিকে যা গরম পড়ছে তাদের স্নান করে আনন্দ লাভ সব মিলিয়ে জমজমাট নিকো পার্ক।
