নেমপ্লেটে আগুন লাগিয়ে ছেলের নাম সামনে আনলেন রূপসা, কেন?

নেমপ্লেটে আগুন লাগিয়ে ছেলের নাম সামনে আনলেন রূপসা, কেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন -টেলিভিশনের চেনা মুখ রূপসা চট্টোপাধ্যায়ের বিয়ে থেকে সন্তানের জন্ম সবটা জুড়েই চলেছে একাধিক কটাক্ষ-সমালোচনা। তবে এইসব বিষয়কে থোড়াই কেয়ার করেন রূপসা। বিয়ের একমাসের মাথায় নিজের প্রেগন্যান্সির খবর শেয়ার করেন রূপসা। এরপর মাতৃত্বকে চেটেপুটে উপভোগ করেছেন অভিনেত্রী। এরপর ২৬ জানুয়ারির দিন-পাঁচেক পরই মা-বাবা হওয়ার সুখবর দেন রূপসা ও সায়নদীপ। তবে এতদিন ছেলের নাম ও মুখ কোনওটাই প্রকাশ্যে আনেননি রূপসা। রবিবার রাতে সেই গোপনীয়তা ভেঙে ছেলের নাম জানিয়ে দিলেন সকলকে।



এতদিন রূপসা ও সায়নদীপ তাঁদের সন্তানের ঝলক সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করলেও কোনওদিন তার মুখ দেখায়নি। ছেলের নাম জানতেও উৎসুক ছিল নেটিজেনরা। অবশেষে সামনে এল রূপসা ও সায়নদীপের ছেলের নাম। সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওর শুরুতে ফ্ল্যাটের দরজায় লাগানো নেমপ্লেট দেখানো হয়েছে, যেটা সাদা কাগজ দিয়ে ঢাকা। অন্যান্য নেমপ্লেটে রূপসার শ্বশুর, শাশুড়ির পাশাপাশি তারকা দম্পতির নামও রয়েছে। আর সেই নেমপ্লেটেই যুক্ত হল জুনিয়রের নামও। কাগজ মোড়ানো নেমপ্লেটে প্রদীপের আগুন দিয়ে সেই কাগজ পুড়িয়ে সামনে আনা হয় রূপসা-সায়নদীপের ছেলের নাম।


খুদের নাম রাখা হয়েছে অগ্নিদেব সরকার। এভাবেই সকলের সামনে এক অভিনব উপায়ে ছেলের নাম সামনে নিয়ে আসেন রূপসা-সায়নদীপ। আর বেশ বোঝা গেল, নাম যেহেতু অগ্নিদেব, তাই নামপ্রকাশে আগুনের সাহায্য নিয়েছেন এই দম্পতি। এই ভিডিওর পাশাপাশি রূপসা আরও একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মা-বাবার সঙ্গে জুনিয়র ফ্ল্যাটে প্রবেশ করছেন। ঠাকুমা বরণ করে ঘরে তুলছেন তাঁর নাতিকে। আর এই উপলক্ষ্যে সরকার বাড়িতে এলাহি আয়োজন। আর সেখানেই রূপসা-সায়নদীপের ছেলের মুখও দেখা গেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top