দক্ষিণ ২৪ পরগনা- দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতে গতকাল থেকে একটি কুমির লোকালয়ে ঘোরাফেরা করছিল ।কখনো পুকুরে, কখনো খালে কখনো নদীর পাড়ে।
হঠাৎ করে শিক্ষক স্নেহাংশু মাইতি পাঁচু ধাউড়িয়ার পুকুরে কুমির ভাসতে দেখে। সঙ্গে সঙ্গে খবর দেয় বনদপ্তরের কাছে, সকাল হতেই বনদপ্তরের লোকজন এসে পুকুরের চতুর্দিকে জাল দিয়ে ঘিরে ফেলে কুমির ধরার জন্য পুকুরেই জাল টানা শুরু করে, শেষ পর্যন্ত কুমিরটিকে ধরতে সক্ষম হয় বনদপ্তর, কুমিরটিকে রামমোঙ্গা রেঞ্জের এলাকায় নিয়ে যাওয়া শুরু করেছে বনদপ্তর।
সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর আবারো নদীতে ছেড়ে দেওয়া হবে। কুমির ধরা পড়ায় স্বস্তিতে এলাকার মানুষ।
