উত্তর ২৪ পরগনা-উত্তর চব্বিশ পরগণার খড়দহের একটি এটিএমে ঘটেছে এই ধরনের ঘটনা। টাকা তুলতে গিয়ে এই বিপত্তির মুখে পড়ে যুবক। এটিএম-এর টাকা বেরনোর জায়গার মুখ প্লাস্টিক দিয়ে আটকানো। টাকা না বেরলেও অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হল টাকা। ঘটনাটি পুলিশকে জানান যুবক। ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ।
জানা গিয়েছে, রবিবার খড়দহের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে যান ইমরান খান নামে এক যুবক। টাকার অঙ্ক এবং পিন মেশিনে টাইপ করেন তিনি।
ওই যুবকের দাবি, এর পরেই ওই এটিএম-এ ভিতর থেকে অস্বাভাবিক আওয়াজ হচ্ছে। কোনও টাকাও বের হচ্ছে না। এ দিকে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে।
এটিএম-এর যে জায়গা দিয়ে টাকা বেরনোর কথা, সেখানে হাত দিয়ে ওই যুবক দেখেন কালো প্লাস্টিকের মতো কিছু দিয়ে জায়গাটি আটকানো রয়েছে। প্রতারিত হয়েছেন ভেবে আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবক।
সঙ্গে সঙ্গে ফোন করে বিষয়টি রহড়া থানায় জানান ওই যুবক। পুলিশ এসে এটিএম থেকে ওই কালো প্লাস্টিকের মতো জিনিসটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যোগাযোগ করা হচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে।
