মুর্শিদাবাদ -ভারতীয় নির্বাচনে ভোট দিয়ে যায় বাংলাদেশের নাগরিক। এতদিন বিরোধীরা বাংলাদেশ থেকে ভোট দিয়ে যায় অভিযোগ তুলেছেন। এবার সেই ঘটনা সামনে এলো। এক এপিকে দুই রাজ্য এর ভোটার নিয়ে রাজ্য রাজনীতি চলছিল তোলপাড় এবার সামনে এলো একসাথে দুই দেশের নাগরিক।
মুর্শিদাবাদের জলঙ্গীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা বুলবুল আহমেদ বকুল। যিনি একসঙ্গে ভারত এবং বাংলাদেশের দুদেশের নাগরিক। বর্তমানে বাংলাদেশের ঢাকায় বসবাস করছেন। কিন্তু ভারতবর্ষের প্যান কার্ড,রেশন কার্ড,খাদ্য সুরক্ষার কার্ড রয়েছে। এমনকি নিয়মিত রেশন পর্যন্ত তোলা হয়।
২০১৯ সালে লোকসভা ভোট দিয়ে গেছেন,পাশাপাশি ২০২০ সালে বুলবুল আহমেদ বকুলের নামে তার পিতা জমি পর্যন্ত রেজিষ্ট্রি করে দিয়েছে বলে জানান। ভুতুড়ে ভোটার খুঁজতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তারপর গ্রামে গ্রামে ঘুরছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু এবার সামনে এলো দুই দেশের নাগরিক একসাথে।
