কলকাতা-সামনেই দোল তার মধ্যে যোগেশ চন্দ্র কলেজে বিতর্ক। যোগেশ চন্দ্র কলেজে সরস্বতী পুজোর পর এবার হোলিবিতর্ক।
মহিলাদের অনিচ্ছার সত্ত্বেও জোর করে গায়ে রঙ দেওয়া হচ্ছে এমনই অভিযোগ উঠে এসেছে।আজ অর্থাৎ ১২ মার্চ একটি জিবি মিটিং ছিল যোগেশ চন্দ্র কলেজে।
সেখানে মালা রায় যখন মিটিং করছে সেই সময় বহিরাগতরা ঢুকে পড়ে বলে অভিযোগ। ফের অভিযোগের তির সাব্বির আলির দিকে। এখনো সবুজ রঙ খেলতে দেখা যাচ্ছ্বে কলেজের ভিতরে।
