ফের শহরে পথদুর্ঘটনা ! মৃত বাইক আরোহী, গ্রেফতার লড়ি চালক

ফের শহরে পথদুর্ঘটনা ! মৃত বাইক আরোহী, গ্রেফতার লড়ি চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – পার্ক-সার্কাস চার নম্বর ব্রিজের কাছে পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ গেল এক বাইক আরোহীর।  ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা।

জানা গিয়েছে, চার নম্বর ব্রিজ থেকে পার্ক-সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী, পেশায় অ্যাপ বাইক চালক।


লোকেশন অন করেই যাচ্ছিলেন গন্তব্যস্থলে। সেই সময়ই একটি লরি চলে আসে। সেই লরির সঙ্গে রেষারেষি হয় বাইক আরোহী।  এরপরই বাইকটি কে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। তারপরই লরি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন গাড়ির চালক।



কিন্তু পার্ক-সার্কাস সেভেন পয়েন্টের কাছেই লরি সমতে চালককে আটক করে পুলিশ। ঘাতক লরি ড্রাইভার এবং লরিটিকে বেনিয়াপুকুর থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গত এক সপ্তাহ আগে ঠিক এই জায়গায় একটি বাসের চাকা ফেটে দুর্ঘটনা ঘটেছিল। এলাকাবাসী বলেন, “একটা বাইকওয়ালা যাচ্ছিল। মেরে চলে গেল। ওর লোকেশন চালু ছিল। আমরা ওকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাই। ঘটনাস্থলে বেনিয়াপুকুর থানার ওসি এসেছেন।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top