বীরভূম -দোলের দিন কার্যত ফাঁকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তথা শান্তিনিকেতন। কোনোভাবেই যাতে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে আঘাত না পড়ে সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য।
সোনাঝুরি খোয়াইয়ের জঙ্গলে পর্যটকদের যাতায়াত ও আবির খেলায় বাধা না থাকলেও সোনাঝুরির রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না কোনো ধরনের বড় গাড়ি। এদিন সকাল থেকেই পর্যটকরা আবির খেলায় মেতে উঠেছেন সোনাঝুরিতে।
অন্যদিকে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে বসন্ত উৎসবের অনুষ্ঠান। শান্তিনিকেতন লাগোয়া রতনপল্লী, জামবুনি, সতীপীঠ কঙ্কালীতলা সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠান শুরু হতেই পর্যটক ও স্থানীয়রা ভিড় জমিয়েছেন।
