দেশ – চিটফান্ড কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হতে চলেছে। চিটফান্ড কেলেঙ্কারিতে লাখ লাখ মানুষ বাংলায় প্রতারিত হন। সব কিছু হারিয়ে একেবারে সর্বশান্ত হয়ে পড়েন। সেই ঘটনায় বাংলাজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয় একটা সময়।
অবশেষে আশার আলো! আমানতকারীদের ৪৫০ কোটি টাকা ফেরতে দেওয়ার ক্ষেত্রে মিলল অনুমতি। আর এরপরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন রোজভ্যালির বহু প্রতারিত।
সম্প্রতি ওড়িশার খুড়দার বিশেষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রায় ৩৩২ কোটি টাকার সম্পত্তি ফেরতের অনুমতি দেয় আদালত। আর এরপরেই আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে বাংলার অন্যতম বড় চিটফান্ড সংস্থা রোজভ্যালির বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। বিভিন্ন ব্যাঙ্কে স্থায়ী আমানত হিসাবেও বিপ্যল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি টাকা। বিপুল এই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হচ্ছে। অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদনের ভিত্তিতে ওড়িশার খুড়দার বিশেষ আদালত এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে। যা খবর, আমানতকারীদের এই টাকা ব্যাঙ্কের মাধ্যমে ফেরত দেওয়া হতে পারে।
