সুপ্রিম কোর্ট – বিপুল সংখ্যক গাছ কাটা মানব হত্যার থেকেও গুরুতর অপরাধ—এমনই কঠোর মন্তব্য করল সুপ্রিম কোর্ট।পরিবেশ আইন লঙ্ঘনের মামলায় এক ব্যক্তিকে প্রতি অবৈধভাবে কাটা গাছের জন্য ১ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।
সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এই পর্যবেক্ষণ দেয়। অভিযুক্ত ব্যক্তি আগ্রার সংরক্ষিত তাজ ট্রাপেজিয়াম জোনে ৪৫৪টি গাছ কেটেছিলেন। তাঁর আবেদনের শুনানিতে আদালত জানায়, ‘পরিবেশ সংক্রান্ত মামলায় কোনওরকম দয়া দেখানো উচিত নয়। বিপুল সংখ্যক গাছ কাটা মানুষ মারার থেকেও গুরুতর অপরাধ।’
আদালতের মতে, ৪৫৪টি গাছ বিনা অনুমতিতে কেটে ফেলা হয়েছে, যা ফের জন্মাতে অন্তত ১০০ বছর সময় লাগবে। কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটির (CEC) সুপারিশ মেনে আদালত অভিযুক্ত শিব শঙ্কর আগরওয়ালকে ৪৫৪টি গাছ কাটার অপরাধে ১ লাখ টাকা করে জরিমানা দিতে নির্দেশ দেয়।
অভিযুক্তের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী মুকুল রোহতগি আদালতে দোষ স্বীকার করে জরিমানার পরিমাণ কমানোর অনুরোধ জানান। তবে শীর্ষ আদালত তা প্রত্যাখ্যান করে জানায়, জরিমানার পাশাপাশি অভিযুক্তকে নির্দিষ্ট এলাকায় নতুন গাছ লাগানোর নির্দেশও মানতে হবে। আদালত আরও জানায়, যতদিন না এই নির্দেশিকা পুরোপুরি কার্যকর করা হচ্ছে, ততদিন তাঁর বিরুদ্ধে চলা আদালত অবমাননার মামলা স্থগিত থাকবে।
এছাড়াও, ২০১৯ সালের একটি আদেশ পুনর্বিবেচনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাজ ট্রাপেজিয়াম জোনের অরণ্য ও বেসরকারি জমিতে গাছ কাটার আগে অনুমতি নেওয়ার যে নিয়ম প্রত্যাহার করা হয়েছিল, তা পুনর্বহাল করা হবে।
