হরিয়ানা – স্কুল থেকে ফিরেই চুপচাপ ছিল সে। কারও সঙ্গে কোনও কথাই সে বলেনি। দুপুর থেকে সন্ধে পর্যন্ত তার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। সকলে ভেবেছিলেন, সে হয়তো ঘুমাচ্ছে। অবশেষে সন্ধ্যাবেলায় ঘরের দরজা খুলতেই আঁতকে উঠলেন পড়ুয়ার মা। ঘরে নিশ্চুপে চরম পদক্ষেপ করে স্কুল পড়ুয়া।
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে।সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। পুলিশ সূত্রে খবর, অষ্টম শ্রেণির পড়ুয়া সেক্টর ৩১-এর বাসিন্দা ছিল। শুক্রবার স্কুলের পরীক্ষার রেজাল্ট বের হয়। সেদিনই আত্মঘাতী হয় সে। ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, স্কুলের পরীক্ষায় সোশ্যাল সায়েন্সে সে পাশ করতে পারেনি। তার জেরেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে সে। স্কুল থেকে মনখারাপ নিয়ে বাড়ি ফিরেছিল। কাউকে কিছু না জানিয়ে একতলার ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। তারপরেই চরম পদক্ষেপ করে। পড়ুয়ার ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
আত্মীয়রা পুলিশকে জানিয়েছেন, মৃত পড়ুয়া বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। তাঁদের অনুমান, একটিমাত্র বিষয়ে পাশ করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয় সে।
