কলকাতা – বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে বিপর্যয়ের পরবর্তীতে বিগত কয়েকদিন ধরে বেতর এলাকায় রাস্তার ধারে একটি ভ্যাট থেকে আবর্জনা সাফাই করা হয়নি। সেই স্তূপাকার আবর্জনা ছড়িয়ে পড়েছে গোটা রাস্তায়। রাস্তা দিয়ে হাঁটাচলা দায়। সেই সঙ্গে দুর্গন্ধে ভরেছে এলাকা। হুশ নেই কর্পোরেশনের।
রবিবার সকালে স্থানীয়রা সেই ভ্যাটের আবর্জনার কারণে দুর্বিষহ পরিস্থিতিকে কেন্দ্র করে শরৎ চ্যাটার্জী রোড অবরোধ করেন স্থানীয়রা।দীর্ঘক্ষণ চলে অবরোধ।
অবরোধকারীদের দাবি অবিলম্বে এই স্থান থেকে ভ্যাট সরাতে হবে।এই অবরোধের পরে সেখানে পৌঁছয় আবর্জনা সাফাই করার জন্য কর্পোরেশনের গাড়ি। দীর্ঘক্ষণ পর শুরু হয় সাফাইয়ের কাজ।
