উত্তরপ্রদেশ – মোটে ৮০০ টাকা স্কুল ফি দিতে পারেনি বাবা-মা। যার জন্য চরম অপমান তো বটেই, স্কুল কর্তৃপক্ষ বার্ষিক পরীক্ষাতেও বসতে দেয়নি। অভিমান সইতে না পেরে শেষে আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্রী। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রতাপগড়ের।ওই ছাত্রী শনিবার স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে। অভিযোগ, তখনই স্কুলের ম্যানেজার সন্তোষ কুমার যাদব, অফিসার দীপক সরোজ এবং অধ্যক্ষ রাজকুমার যাদব-সহ বাকিরা তাকে অপমান করেন। কটূক্তি করেন মাইনে দিতে পারেনি বলে। শুধু তাই নয়, বার্ষিক পরীক্ষাতেও বসতে দেওয়া হয়নি ছাত্রীকে।
ছাত্রীর মায়ের অভিযোগ, তাঁদের আচরণে অপমানিত হয়ে তাঁর মেয়ে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে যায়। মাঠে কাজ সেরে তিনি বাড়ি ফিরে দেখেন মেয়ে আত্মহত্যা করেছে। থানায় অভিযোগ দায়ের করে মৃতার মা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১০৭ ধারায় (শিশু বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির আত্মহত্যায় প্ররোচনার সঙ্গে সম্পর্কিত) ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ আরিফ বলেন, “শিক্ষার নামে যদি ছাত্রীদের অপমান করা হয়, তাহলে প্রশাসনকে অবশ্যই পদক্ষেপ করতে হবে।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্গেশ সিং জানিয়েছেন, “তদন্ত শুরু হয়েছে, দোষীদের রেয়াত করা হবে না।”




















