মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের আগেই উত্তেজনা!

মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের আগেই উত্তেজনা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গিয়েছে। আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বৈঠকে থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।আজ সেই বৈঠক শুরুর আগেই বিক্ষোভে চাকরিহারাদের একাংশ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে তুমুল বিক্ষোভ। বৈঠকের পাস না পাওয়ায় বিক্ষোভ। পাস বিক্রি হয়েছে বলে অভিযোগ চাকরিহারাদের একাংশের। অবৈধভাবে পাস দেওয়া হয়েছে, দাবি বিক্ষোভকারীদের।


এদিকে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিচ্যুতদের সভায় উসকানি দিয়ে অশান্তি ছড়ানোর আশঙ্কা করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গতকাল এই আশঙ্কা প্রকাশ করে তৃণমূল নেতা জানিয়েছেন, চাকরি হারানোর সংকটজনক মুহূর্তে বিকল্প একটি পথ খোঁজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁদের কাছে একাধিক সূত্র থেকে খবর এসেছে, সভায় বিরোধী দলের একাংশের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টি করা হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top