ভাইরাল – মাঠ ছেড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল একটি ছাগল। এ দিক-ও দিক ঘুরতে ঘুরতেই হঠাৎ তার চোখ চলে যায় উপরের দিকে। বিদ্যুতের তারে ঘাসের টুকরো আটকে রয়েছে। চোখের সামনে খাবার দেখে লোভ সামলাতে পারে না ছাগলটি। বিদ্যুতের তারের উপর উঠে সেই ঘাস খেতে শুরু করে দেয় সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
‘ইলহানাতালায়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার দু’ধারে বিদ্যুতের খুঁটি রয়েছে। সেখান থেকে কোনও ভাবে উঠে বিদ্যুতের তারের উপর দাঁড়িয়ে পড়েছে একটি ছাগল। ভারসাম্য বজায় রেখে স্থির দাঁড়িয়ে রয়েছে সে। তারের উপর ঘাস আটকে রয়েছে। তার লোভেই সেখানে উঠে পড়েছে ছাগলটি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যি ঘাস খেয়ে চলেছে সে।
ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ছাগলের কাণ্ড দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন লিখেছেন, ‘‘খাবারের লোভে কত কাণ্ডই না ঘটিয়ে ফেলল ছাগলটি!’’ আবার এক জনের কথায়, ‘‘কোনও ভাবে যদি ছাগলটি পা ফস্কে নীচে পড়ে যায় তা হলে ঘোর বিপদ।’’ তবে ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নেটাগরিকদের অধিকাংশের দাবি, তারের উপর ছাগলটির ওঠা কোনও ভাবেই সম্ভব নয়। এত ক্ষণ এক জায়গায় স্থির ভাবে দাঁড়িয়ে থাকাও মুশকিল তার পক্ষে। তাঁদের অনুমান, ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বানানো হয়েছে।
