সংসদে হেমা-রচনা সাক্ষাত্‍!

সংসদে হেমা-রচনা সাক্ষাত্‍!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – সংসদে এখন বিনোদন দুনিয়ার চেনা মুখেদের ভিড়। বলিউড, টলিউড থেকে শুরু করে দক্ষিণী তারকারা নিজেদের অভিনয় পেশা সামলে রাজনৈতিক কর্মকাণ্ডেও যোগ দিচ্ছেন। বাংলা থেকেও সংসদে রয়েছে একাধিক চেনা মুখ। পুরনো মুখদের সঙ্গে গত বছর থেকে সংসদে পা রাখছেন দিদি নম্বর ১ খ্যাত ও টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে সংসদে তারকাদের একে-অপরের সঙ্গে দেখা হওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার। রাজনৈতিক মতভেদ যতই থাক না কেন, সংসদের বাইরে সব দলের সদস্যরাই খোশগল্পে মাতেন। আর এবার রচনা বন্দ্যোপাধ্যায় অষ্টাদশ অধিবেশনের ফাঁকে দেখা করলেন বলিউড তথা গোটা দেশের ড্রিম গার্লের সঙ্গে।



লোকসভার অষ্টাদশ অধিবেশনে যোগ দিতে দিল্লি এসেছেন রচনা। প্রথমবার রাজনৈতিক ময়দানে পা দিয়েই রচনা হুগলির মানুষের মন জয় করে নিয়েছেন। দিদি নম্বর ১ ও রাজনীতি দুটোই দক্ষতার সঙ্গে চালাচ্ছেন রচনা। অপরদিকে, মথুরার সাংসদ পদে হ্যাটট্রিক করা হেমা মালিনী। বিগত তিন লোকসভা নির্বাচনে সেখান থেকেই বিজেপির টিকিটে জিতে আসছেন প্রবীণ বলিউড অভিনেত্রী। দুজনেই রাজনৈতিক দিক থেকে একে-অপরের বিরোধী, কিন্তু রাজনীতির বাইরে অভিনেত্রী হেমা মালিনীকে কে না পছন্দ করেন বলুন তো। সেই দলেই রয়েছেন তৃণমূলের সাংসদ রচনাও।



লোকসভার অদিবেশনের ফাঁকে রচনা ও হেমা দুজনেই একফ্রেমে হাসিমুখে ধরা দিলেন। আর সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন হুগলির সাংসদ। ক্যাপশনে লেখেন, অধিবেশনের অবসরে ড্রিম গার্ল-এর সঙ্গে। জীবনে নতুন মুহূর্ত তৈরি করাও আনন্দের। রচনার পোস্টের আরেক ছবিতে দেখা গেল, তৃণমূলের আরও দুই সাংসদ জুন মালিয়া এবং ইউসুফ পাঠানকে। সংসদের সামনের চত্বরে সকলে একফ্রেমে ধরা দিয়েছেন। তবে রচনার সঙ্গে হেমা মালিনীর এই ছবি পছন্দ হয়েছে তৃণমূল সাংসদের ভক্তদের। অনেকেই প্রশংসায় ভরিয়েছেন রচনার কমেন্ট বক্স। এক নেটিজেন রচনাকে মনে করিয়ে দিলেন, তিনি ওড়িশার ড্রিম গার্ল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top