হাওড়া -হাওড়ার আন্দুলে একটি নির্মীয়মাণ দেওয়াল ভেঙে পড়ে বিপত্তি। ধসের জেরে আটকে পড়েন একাধিক শ্রমিক। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ঘটনায় উদ্ধারে নেমে তিনজনকে উদ্ধার করে পুলিশ ও দমকল। হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের। মৃত শ্রমিকের নাম নবকিশোর মণ্ডল ।স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দুল রোডে একটি বেসরকারি হাসপাতালের দেওয়ালের পাশেই নির্মাণ শ্রমিকরা অস্থায়ী ঘর করে থাকছিলেন।হঠাৎ দেওয়াল ভেঙে চাপা পড়ে যান তিন শ্রমিক। খবর পেয়ে দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে আনেন দমকল আধিকারিকরা। হাসপাতালে আনা হলে নবকিশোরের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের শ্রমিকদের বাড়ি বাঁকুড়া জেলায়। ঘটনাস্থলে পৌঁছে যায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। আনা হয় দমকল। আহতদের উদ্ধার করে আনা হয় হাসপাতালে। একজনের মৃত্যু হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
