দক্ষিন 24 পরগণা – জলের সমস্যা সমাধানের জন্য বালতি-কলসি হাতে নিয়ে গঙ্গাসাগরের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরার এলাকায়।গ্রীষ্মের দাবদাহের শুরুতে তীব্র জল কষ্ট দেখা দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর পূর্ব ঘেরী কলোনি এলাকায়।
