দিল্লী – জুতোর মধ্যে সাজানো থরে থরে সোনা । বিমানবন্দর থেকে গ্রেফতার সোনা পাচারকারী। আটক এক ক্রেতা। উদ্ধার প্রায় ৬.৩ কোটি টাকার সোনা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ।ব্যাংকক থেকে আগত এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ সোনা। জানা গিয়েছে, এদিন ব্যাংকক থেকে আগত বিমান থেকে নামেন ওই যাত্রী। তাঁর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন বিমানবন্দরের আধিকারিকেরা। এরপরই তাঁকে জেরা করা হয়।
সন্দেহজনক কিছু লক্ষ্য করার তল্লাশি শুরু করে অ্যাপেক্স এজেন্সি। এরপরই ওই যাত্রীর জুতোর মধ্য থেকে উদ্ধায় হয় প্রায় ৬.৭ কেজি সোনা। বর্তমানে যার বাজারমূল্য প্রায় ৬.৩ কোটি টাকা।শুধু তাই নয়, এদিন বিমানবন্দর থেকেই আটক করা হয় এক ক্রেতাকে।
এই বিপুল পরিমাণ সোনা কেনার পরিকল্পনা ছিল তাঁর। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে ওই সোনাপাচারকারীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাঁকে জেরা করছে পুলিশ। কে বা কারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
