দিল্লী – সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো ৭৫ জন আগামীকাল ট্রেন ও বাসে করে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন। তাঁরা যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে চাকরিচ্যুতির বিরুদ্ধে সরব হবেন। পথে বিভিন্ন রাজ্যে বাস থামিয়ে ১০-১৫ মিনিটের বক্তৃতা ও লিফলেট বিতরণের মাধ্যমে তাঁরা জনমত গড়ার চেষ্টা করবেন।আন্দোলনকারী শিক্ষক সুজিত মণ্ডল বলেন, “আমরা ন্যায়ের লড়াই চালিয়ে যাব। দিল্লির মাটিতে আমাদের কথা তুলে ধরব।”কলকাতাতেও আন্দোলন অব্যাহত। ধর্মতলার ওয়াই চ্যানেলে একটি ‘লিগাল পয়েন্ট বক্স’ স্থাপন করা হয়েছে, যেখানে পরামর্শ ও মতামত সংগ্রহ করা হচ্ছে। ১৬ এপ্রিল দুপুর ১২টায় যন্তর মন্তরে বিক্ষোভের পাশাপাশি, ১৮-১৯ এপ্রিল জেলায় জেলায় গণস্বাক্ষর সংগ্রহের মিছিল হবে। ২২ এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন অভিযানে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়া হবে। চাকরিহারারা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে সমাধানের দাবি জানিয়েছেন।
১৭ এপ্রিল সমর্থক সরকারি কর্মীদের ব্যাজ পরে প্রতিবাদের ঘোষণা দেওয়া হয়েছে। আইনজীবী ও প্রাক্তন বিচারপতিদেরও সমর্থনের আহ্বান জানানো হয়েছে। এই আন্দোলন আদালত ও রাস্তা-দুই ময়দানেই গতি পাচ্ছে, যা রাজ্যের শিক্ষা ব্যবস্থার নীতিগত প্রশ্ন তুলছে।
