শিয়ালদহে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হল ট্রেন চোর কে!

শিয়ালদহে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হল ট্রেন চোর কে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – দুরন্ত এক্সপ্রেসে শনিবার চাঞ্চল্যকর ছিনতাইয়ের চেষ্টা বানচাল করলেন টিকিট পরীক্ষক মানস অধিকারী। B-10 কোচে ঘুমন্ত যাত্রী স্বর্ণলতা জোশীর (৪৫) মোবাইল, পার্স ও সোনার হার ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়ে দুষ্কৃতী। সহযাত্রীদের চিৎকারে সতর্ক হয়ে মানস তৎক্ষণাৎ পদক্ষেপ নেন। শিয়ালদহে নামিয়ে অভিযুক্তকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।রেল পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতী যাত্রীর ঘুমের সুযোগ নিয়ে চুরি করছিল। মানসের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়। শিয়ালদহ বিভাগের ডিআরএম দীপক নিগম বলেন, “এ ঘটনা রেল কর্মীদের প্রশিক্ষণ ও দায়িত্ববোধের প্রমাণ। যাত্রী নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।” স্বর্ণলতা রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এত দ্রুত আমার জিনিস ফিরে পাব ভাবিনি।”এদিকে, শিয়ালদহ বিভাগ মানসের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছে। রেলের এই দ্রুত পদক্ষেপ যাত্রীদের মধ্যে নিরাপত্তার ভরসা জোগাচ্ছে। তবে, ট্রেনে ছিনতাইয়ের ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top