হাওয়া অফিস – আজ অর্থাৎ সোমবারই বাংলা বছরের শেষ দিন।আজ চড়ক সংক্রান্তি। আর কালই পয়লা বৈশাখ। বাংলা নবববর্ষের প্রথম দিনটায় কেমন থাকবে আবহাওয়া? চৈত্রের শেষ দিনে কি পুরনো সব উড়িয়ে নিয়ে যাবে কালবৈশাখী?আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকদিনের মধ্যে গরমে গলদঘর্ম হতে পারেন। তবে আজ ও কালকের জন্য রয়েছে ভাল খবর। তেমনই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই। তবে বিকেলগুলি কালবৈশাখীর দেখা মিলতেই পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ চৈত্র সংক্রান্তিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া বইতে পারে।
৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটবে হাওয়া। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রপাত। বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।পয়লা বৈশাখে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়া দফতরের সতর্কবার্তা, ঝড়ে ক্ষতি হতে পারে স্থায়ী ফসল, শাকসবজির। খোলা মাঠে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলছে দফতর।বাজ পড়লে গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন এবং জলাশয়ের সংস্পর্শে আসা এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় যান চালান সাবধানে।
