নদীয়া – নদিয়ার শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু বছর ৯৩-র বৃদ্ধার। স্থানীয়রাই দেহটি প্রথমে দেখে পায়। হাতের আঙুল দেখে দেহ শনাক্ত করে স্থানীয়রা ও পরিবার।জানা গিয়েছে, সোমবার সকালে শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে রাস্তা পাড় হতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন বছর ৯৩-র বৃদ্ধা।একের পর এক গাড়ি বৃদ্ধার দেহের ওপর দিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ। তারজেরে দেহটি ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। দেহ দেখে শনাক্ত করা সম্ভব ছিল না। বেশ কিছু সময় পরে শান্তিপুর পাঁচপোতা এলাকার বাসিন্দা কুমারী দাসের খোঁজ শুরু করে পরিবার। এলাকার মানুষ খোঁজখবর করতে দেখতে পান জাতীয় সড়কের ওপরে একজনের দেহ পড়ে রয়েছে। এরপরেই বৃদ্ধার হাতের আঙুল দেখে তার মৃতদেহ শনাক্ত করা হয়। এরপর শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে।
মৃত বৃদ্ধার পরিবার সূত্রে খবর, বয়সজনিত কারণে তিনি হাঁটাচলা সেভাবে করতে পারতেন না। তবে সোমবার কিভাবে বাড়ি থেকে বেরিয়ে ১২ নম্বর জাতীয় সড়কে গেলেন তা বুঝতে পারেনি। কি কারণে তিনি রাস্তা পার হচ্ছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারেনি তার পরিবার। জানা গিয়েছে, বেশ কিছু বছর আগে তার স্বামী মারা গিয়েছে। তিনি বর্তমানে তার এক মেয়ের বাড়িতেই থাকতেন। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবারের তরফ থেকে জানা গেছে তার সামান্য মানসিক সমস্যা ছিল। ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
