আম্বেদকরের জন্মদিনের কর্মসূচিতে হামলা!

আম্বেদকরের জন্মদিনের কর্মসূচিতে হামলা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আগরতলা – আম্বেদকরের জন্মদিনের কর্মসূচিতে বিজেপি দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন কমলপুরের বাম তপশিলী নেতা অনিল দাস। এমনটাই অভিযোগ তুলে ওই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করেন সিপিএম সর্মথকরা। ওই ঘটনায় ৪৬ নং সুরমা কেন্দ্রের বামনছড়া পঞ্চায়েতের হটাৎ বাজারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে ৪৬ নং সুরমা কেন্দ্রের বামনছড়া পঞ্চায়েতের হটাৎ বাজারে দেশের সংবিধান প্রনেতা ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালন করতে গিয়েছিলেন সিপিএমের কর্মী সর্মথকরা। আচমকাই ওই কর্মসূচিতে বিজেপির দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তাতে মারাত্মক ভাবে জখম হয়েছেন সি পি আই (এম )’র কমলপুর মহকুমা কমিটির সদস্য অনিল দাস।



অভিযোগ, আজ সকালে ভারতের সংবিধান প্রনেতার জন্মদিন যখন পালন করার শেষ পর্যায়ে এলাকার কিছু দুর্বৃত্ত লাঠি ও অস্ত্র নিয়ে সি পি আই (এম )কর্মীদের উপর হামলা চালায়। এতে দলের মহকুমা কমিটির সদস্য অনিল দাস ‘র মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আরও কয়েকজন অল্পবিস্তর আহত হয়। এই ঘটনায় বামনছড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বামন ছড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে থানাও ঘেরাও করেন সিপিএম সর্মথকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top