দক্ষিণ ২৪ পরগনা- নববর্ষের সকালে আত্মহত্যা করলেন শিক্ষক । দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর মেরিগঞ্জে প্রণব নাইয়া নামে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয়। নিজের বাড়িতেই ও ই শিক্ষক আত্মহত্যা করেন। তবে কী কারণে প্রণব নাইয়ার মৃত্যু, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যয়ানি।সুপ্রিম কোর্টে নির্দেশে ২০১৬ সালের প্যানেলে চাকরি পাওয়া ২৬ হাজার শিক্ষক বেকার হয়েছেন। দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে, তা নিয়ে রাজ্য জুড়ে হইচই পড়ে যায়। তবে প্রণব নাইয়া চাকরি পান ২০১২ সালে। ফলে আদালতের রায়ে তাঁর চাকরি যাওয়ার কোনও সম্ভাবনাও ছিল না।
তাহলে হঠাৎ করে কেন প্রণব নাইয়া নামে জয়নগর টিএস সনাতন হাইস্কুলের ওই শিক্ষক আত্মহত্যা করলেন, তা নিয়ে ছড়াতে শুরু করেছে জল্পনা। প্রণব নাইয়ার মৃত্যুর পর একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। তবে সেখান থেকে মৃত্যুর কারণ হিসেবে কিছুই উঠে আসেনি। প্রণব নিজের মৃত্যুর জন্য কাউকে দায়িও করেননি। ফলে জয়নগর টিএস সনাতন হাইস্কুলের ওই শিক্ষকের মৃত্যু ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
