বিশ্বের সবচেয়ে ভয়াবহ পাঁচটি নদী!

বিশ্বের সবচেয়ে ভয়াবহ পাঁচটি নদী!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অফবিট – বিশ্বের পাঁচটি বিপজ্জনক নদী-আমাজন, রেড রিভার, শেনি টিম্পিস্কা, ইয়েলো রিভার ও রিও টিন্টো-তাদের অন্তর্নিহিত বিপদের জন্য কুখ্যাত। এই নদীগুলোর স্রোতে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ।দক্ষিণ আমেরিকার আমাজন নদী, ৭,০০০ কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে, বিশ্বের বৃহত্তম নদী।এর ঘন জঙ্গল ও বিষাক্ত প্রাণী, যেমন পিরানহা, এটিকে মৃত্যুফাঁদে পরিণত করেছে। পেরুর শেনি টিম্পিস্কা, যাকে ‘ফুটন্ত নদী’ বলা হয়, ৯২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে স্পর্শ মাত্রেই প্রাণান্ত। চীনের ইয়েলো রিভার, বন্যার জন্য কুখ্যাত, হাজার হাজার মানুষের জীবন কেড়েছে। স্পেনের রিও টিন্টোর লাল জল খনিজ দূষণে বিষাক্ত, যেখানে জলজ প্রাণী টিকতে পারে না। আমেরিকার রেড রিভারের অপ্রত্যাশিত ঘূর্ণি সাঁতারুদের গ্রাস করে। পরিবেশবিদ ড. মারিয়া গোমেজ বলেন, “এই নদীগুলো প্রকৃতির শক্তি ও ভয়ঙ্কর দ্বৈততার প্রতীক।”এই নদীগুলোর সৌন্দর্য মনোমুগ্ধকর হলেও, এদের স্রোতে নিহিত রয়েছে অপ্রত্যাশিত বিপদ। পর্যটকদের প্রতি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রকৃতির এই মৃত্যুকূপগুলো মানুষকে স্মরণ করিয়ে দেয়-সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে থাকতে পারে ধ্বংস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top