দিল্লী – সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের। নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়ল সময়সীমা। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ল। মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা মামলা পিছোল সুপ্রিম কোর্টে। রাজ্যে ২৬ হাজার চাকরি বাতিলে মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা মামলার শুনানিতে এমনই জানাল সুপ্রিম কোর্ট। প্রশাসনিক সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পর্ষদ। যারা নির্দিষ্ট অযোগ্য বলে চিহ্নিত নয়, তাদের চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত কাজ চালানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে শুনানি শুরু হলে, SSC, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার অনুরোধ করে যে, আদালতের নির্দেশ তারা মানছে। কিন্তু তিন মাসের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়, তা বাড়িয়ে ডিসেম্বর করা হোক। ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ হয়ে যাবে।
