মুর্শিদাবাদ আবহে সন্দীপ, সোলেমান জুটির ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির বার্তা!

মুর্শিদাবাদ আবহে সন্দীপ, সোলেমান জুটির ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির বার্তা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদা – স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন,আলুর ঝোল। পাশাপাশি বসে সে থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক। তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ। মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোশ মেজাজে ভাত খাওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠেছে মালদায়। মোথাবাড়ি, মুর্শিদাবাদ আবহে সন্দীপ, সোলেমান জুটির ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের।


মোথাবাড়ি বিধানসভার বাঙিটোলা চক্রে ১৯৪৭ সালে গড়ে ওঠে অলিটোলা প্রাথমিক বিদ্যালয়। স্কুলে প্রাক্ প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ২৮১জন ছাত্রছাত্রী রয়েছে। প্রধান শিক্ষক সহ ১০ জন শিক্ষক রয়েছেন। দ্বিতল স্কুল বাড়ির দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি। মিড-ডে মিল খাওয়ার জন্য ঝা চকেচকে ডাইনিং রুম। সে স্কুলেই  ছাত্র বাঙিটোলা  ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ। জানা গিয়েছে, সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান। আর সোলেমানের বাবা রসুল শেখ দিনমজুর। সন্দীপ তিন ভাই এবং সোলেমানের পাঁচ বোন ও তিন ভাই।  প্রায় আট মাস আগে স্কুলের ডাইনিং রুমে মিড-ডে মিল এক থালায় সন্দীপ এবং সোলোমানকে খেতে দেখে মোবাইলে ভিডিয়ো বন্দি করেন স্কুলেরই শিক্ষক রবিউল ইসলাম।  তাদের ভাত খাওয়ার ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন রবিউল। মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে ফের সে ভিডিয়ো তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন।
মালদার সম্প্রীতির ছবি হিসেবে বছর আটের সন্দীপ এবং সোলেমানের ভিডিয়ো এখন ভাইরাল নেট দুনিয়ায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top