বিনোদন – ব্যক্তিগত জীবনে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী ঘরকুনো বলেই পরিচিত। খুব একটা তাঁকে ফিল্মি পার্টিতে দেখা যায় না। আর উৎসব-অনুষ্ঠানে পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসেন মিমি। মঙ্গলবার ছিল নববর্ষ। আর এদিনটা একেবারে নিজের মতো করে কাটালেন অভিনেত্রী। নববর্ষে কাটানো মুহূর্তের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই, মিষ্টি খাওয়ার আবদার করলেন অভিনেত্রীর বন্ধু তথা অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
নববর্ষের দিন মিমিকে একেবারে ঘরোয়া মেজাজেই দেখা গিয়েছে। সাদা রঙের পোশাক পরেছিলেন প্রাক্তন সাংসদ। তবে মুখে কোনও মেকআপ ছিল না। একেবারে নো মেকআপ লুকেই ধরা দিলেন অভিনেত্রী। এদিন পরিবারের অন্য সকলের সঙ্গে ভিডিও কলেই নববর্ষের শুভেচ্ছা সারলেন। দাদা-বৌদি ও ছোট্ট ভাইঝি যেমন ছিল তেমনই অন্য সদস্যরাও ছিলেন মিমির ভিডিও কলে। এরপরই মিমি শেয়ার করেছেন তাঁর মিষ্টি খাওয়ার ছবি। যেখানে অভিনেত্রী কাস্টার্ড খাচ্ছেন আর একপ্লেট সাজানো বাঙালি মিষ্টি। আর এই মিষ্টির ছবি দেখেই মিমিকে অনিন্দ্য পোস্টে কমেন্ট করেন, মিষ্টি কি আছে তোর বাড়িতে? তাহলে আসবো। আর এই কমেন্টে মিমি লেখেন, নিয়ে আয় লোভি। তবে এইসব ছবির মধ্যে সকলের চোখ আকর্ষণ করেছে লাল গোলাপের তোড়া। তবে এই গোলাপ ফুলের তোড়া নববর্ষের দিন মিমিকে কে দিয়েছে তা জানা যায়নি। নববর্ষের দিন মিমি কলাপাতায় পাচন যেমন খেয়েছেন তেমনি কাজু বাদাম ও সবজি দিয়ে ফ্রায়েড রাইসও খেয়েছেন। আর এইসবের মধ্যে প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভোলেননি। অভিনেত্রীর মাও এদিন মেয়ে ও তাঁর পোষ্যদের সঙ্গে সময় কাটিয়েছেন।
