মালদা – মালদহে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। বৈষ্ণবনগর এর পারলালপুর হাইস্কুলে আশ্রয় শিবির পরিদর্শন। ধুলিয়ানে অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। তিন সদস্যের প্রতিনিধি দল বেশ কিছু সময় ধরে স্কুলের ভেতরে শিবিরে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেন। অশান্তির দিনের ঘটনা, পাশাপাশি বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তাঁরা। দিল্লিতে ফিরে গিয়ে ধুলিয়ানের অশান্তি এবং মালদহের আশ্রয় শিবির সম্পর্কে রিপোর্ট পেশ করবেন তাঁরা। যদিও এদিন সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে আজ সকালেই বন্ধে ভারত এক্সপ্রেসের মালদহে পৌঁছন প্রতিনিধিরা।
