কলকাতা – সাত সকালে কলকাতার রেড রোডে পথ দুর্ঘটনা। সামান্য আহত হয়েছেন এক গাড়ির চালক। তাকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকাল আটটা নাগাদ পথ দুর্ঘটনা ঘটে। দুটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ পুলিশ মেমোরিয়াল এর সামনে।। একটি গাড়ি রেড রোড ধরে আসছিল। অন্যটি মেয়ো রোডের দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে চালকের আসনের দিকে। পুলিশ রিকভারি ভ্যান দিয়ে গাড়ি দুটি ময়দান থানায় নিয়ে গেছে।
